| ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

সালমানের শরীরে বাসা বেঁধেছে মারাত্মক এক রোগ, শরীর নিয়ে টেনশনে নায়ক

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ ডিসেম্বর ০৪ ১৭:২৫:১৭
সালমানের শরীরে বাসা বেঁধেছে মারাত্মক এক রোগ, শরীর নিয়ে টেনশনে নায়ক

এই সলমন খানেরই রয়েছে ভয়ঙ্কর এক রোগ। তিনি নিজেই এই রোগের কথা স্বীকার করেছেন। এর জন্য টেনশনেও রয়েছেন সালমান।

টিউবলাইট ছবির প্রচারে দুবাই এসে সলমন বলেছেন, অত্যন্ত যন্ত্রণাদায়ক এক রোগ তাঁর সঙ্গী।

সালমান বলেছেন, যন্ত্রণায় পাগল পাগল হয়ে একটা সময়ে তাঁর নিজেরও আত্মহত্যার ইচ্ছে হয়েছিল। কিন্তু সেই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে পরিশ্রম আরও বাড়িয়ে দেন তিনি।

২০০১ সালে প্রথম এই রোগের কথা বলেন সালমান। তিনি বলেন, তাঁর কণ্ঠস্বরে একটা ফ্যাঁসফ্যাঁসে ভাব রয়েছে। নেশা করেন বলে নয়, রমজানের সময় তিনি নেশা করেন না। অসুখের কারণেই তাঁর গলার স্বর ওরকম হয়ে যায়।

রোগটি আসলে কী? রোগটির অন্য নাম সুইসাইড ডিজিজ। কারণ অনেকে এর ফলে আত্মহত্যার দিকে ঝোঁকেন। এই রোগে আক্রান্তদের আত্মহত্যার হার সবথেকে বেশি বলেও জানান সলমন।

এই রোগের আসল নাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এটি একটি স্নায়ুঘটিত রোগ।

ট্রাইজেমিনাল নিউরালজিয়া এমন একটি অসুখ যার প্রধান উপসর্গ মুখমণ্ডলের বেদনা।

মুখমণ্ডলের ব্যথা অনেক সময়েই অসহ্য আকার নেয়। খাবার চিবানো, কথা বলা বা দাঁত ব্রাশের মতো কাজের ফলে ব্যথা বেড়ে যায়। হঠাৎ হঠাৎ মুখে ছুঁচ ফোটানোর অনুভূতিও হয় তাঁর। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় এই বেদনা।

বলিউড ছবি ‘আশিক বনায়া আপনে’র কথা মনে আছে? ইমরান হাশমির এই ছবির নায়িকা তনুশ্রী এখন কোথায় নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে।‘আশিক বনায়া আপনে’র পরও বেশকিছু ছবিতে অভিনয় করেন তনুশ্রী। কিন্তু বলিউডে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। এরপরই তিনি নিজেকে গুটিয়ে নেন।

জানা যায়, বাঙালি পরিবারে জন্ম, বড় হওয়া এই নায়িকার ছেলেবেলা কেটেছিল ঝাড়খণ্ডের জামশেদপুরে।স্কুলের পাঠ চুকিয়ে তার কলেজের পড়াশোনা শুরু হয় পুণেতে। কিন্তু মাঝপথেই কলেজ ছেড়ে ঢুকে পড়েন মডেলিং দুনিয়ায়।

২০০৩-এ ফেমিনা মিস ইন্ডিয়া খেতাবপ্রাপ্ত তনুশ্রী মডেলিং, অভিনয়ের পাশাপাশি নাচ-গানেও পারদর্শী।২০০৫-এ ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে ‘আশিক বনায়া আপনে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু। সুপার হিট হয়েছিল সেই ছবি।

ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছেন গ্ল্যামার দুনিয়া থেকে। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের মতোই জীবন কাটান এখন। সময় কাটাতে ভালবাসেন দেশের বিভিন্ন প্রান্তের নানা আশ্রমে।

সম্প্রতি চতুর্থ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। আগামী মাসে ব্যালন ডি’অর জিতলে এর সংখ্যা হবে পাঁচ। আর এই দুইটাকেই প্রিয় সংখ্যা সাতে নেওয়ার লক্ষ্য রোনালদোর। সম্প্রতি সাত সন্তানের বাবা হওয়ার পাশাপাশি সাতটি ব্যালন ডি’অর (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার) জয়ের ইচ্ছা প্রকাশ করেছেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদো বলেন, ‘ব্যালন ডি’অরের জন্য এখনও ভোট চলছে। আমি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, তবে চিন্তিত নই। যদি জানতে চান, আমি এটা জিততে চাই কিনা। আমি বলব, অবশ্যই। আমি জানি, পঞ্চম ব্যালন ডি’অর আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা অর্থবহ হবে।’

এদিকে শুধু পাঁচেই থামতে চান না। তিনি স্বপ্ন দেখছেন ৭টি ব্যালন ডি’অরের সঙ্গে হতে চান ৭ সন্তানের বাবাও। এ নিয়ে তিনি রোনালদো আরও বলেন, ‘আমি ৭ সন্তান চাই এবং একই সংখ্যক ব্যালন ডি’অর। আমি যতদিন খেলব, সবকিছু জেতার আকাঙ্ক্ষা থাকবে আমার।’

চলতি মৌসুমে এখনো নিজেকে মেলে ধরতে পারেনি রোনালদো। লা লিগায় করেছেন মাত্র এক গোল। ভক্ত-সমর্থকদের আশা খুব শিগগিরই হয়তো ফর্মে ফিরবেন তাদের প্রিয় তারকা। তাই সাতটি সন্তান পাওয়ার ইচ্ছাটা পূরণ করতে পারলেও ব্যালন ডি’অর সংখ্যাটা সাতে নিয়ে যাওয়াটা রোনালদোর জন্য বিশাল চ্যালেঞ্জই বটে।

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

চতুর্থ দিনের শুরুতেই ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে