মাহমুদউল্লাহ তিনে, আর একাদশে ফিরুক মোসাদ্দেক- আশরাফুল
ইনিংস মেরামতে খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর জায়গাটা। এই পজিশনে নামা ব্যাটসম্যানকে ঘিরেই ইনিংসের অনেকটা আবর্তিত হয়। ২০১৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন চারে নেমে। সময় নিয়ে ব্যাট করতে পারার সুযোগ কাজে লাগিয়েছিলেন দারুণভাবে। পরে কিছুদিন তিন নম্বরেও ব্যাট করেছেন। মুশফিকুর রহিম চারে দারুণ ফর্মে থাকায় তার অর্ডার আগ-পিছ করার কারণ নেই। তিনে যখখন কেউ নিজেকে মেলে ধরতে পারছেন না, তাই মাহমুদউল্লাহকেই আবারো তিনে দেখতে চান আশরাফুল।
‘মাহমুদউল্লাহ কেন তিনে ব্যাট করছে না। টপঅর্ডারেই সে শক্তিশালী। বিশ্বকাপে আমরা তার ব্যাটে দুর্দান্ত দুটি সেঞ্চুরি দেখেছিলাম পজিশন এগিয়ে আনাতেই। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে তাকে তিনে নামানো উচিত। ’
তিনে নেমে ধীরে শুরু করলেও পরে তা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকে, সময় থাকে। দলীয় বিবেচনায় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এই জায়গাটা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েও যুতসই কাউকে খুঁজে পাচ্ছে না টাইগার ম্যানেজমেন্ট।
আশরাফুলের ভাবনায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। এই অলরাউন্ডারকে একাদশে চান তিনি, তবে মিরাজকে নিয়ে উল্টো চিন্তা, ‘মোসাদ্দেক খেললে অফস্পিন অপশনটা পেয়ে যাবো আমরা। আর তার ব্যাটিং তো আছেই। মিরাজকে বিশ্রাম দেয়া যেতে পারে। মাহমুদউল্লাহ তিনে চলে আসলে সহজ হয়ে যায়। নতুন করে একটু সাজালে বেস্ট টিম হবে। সাব্বির তখন ছয়ে আসবে। ’
বিকেলে কার্ডিফে নামার আগে বোলিংয়ে গুরুত্ব বাড়ানোর কথাও বললেন আশরাফুল। মাশরাফিদের চার পেসার নিয়ে শেষ ম্যাচের লড়াইয়ে নামার তাগিদ দিলেন, ‘আমাদের একটা বাড়তি পেস বোলার খেলানো উচিত। ম্যাচ জেতাবে বোলাররা; মাশরাফির বোলিং অপশন লাগবে। ব্যাটসম্যানরা রান করবে। তারা যে রানই করুক তা ডিফেন্ড করতে হবে। কম রানে আটকাতে হবে। বোলিং অপশন বেশি রাখতে হবে। এই কারণে চার পেস বোলার নিয়ে নামা উচিত। ’
মুখোমুখি দেখায় শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। সেটি ছিল আয়ারল্যান্ডের মাটিতে। ওই জয় মাশরাফিদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন আশরাফুল, ‘শেষ ম্যাচটা আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। সেটা আত্মবিশ্বাস দেবে বাংলাদেশ দলকে। খেলা কার্ডিফে, ওখানে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। সেই কথাও হয়তো মনে রাখবেন ক্রিকেটাররা। প্রেরণা পাবার অনেককিছুই আছে। সেরাটা খেলতে পারলে ওদের হারানো খুব কঠিন হবে না। ’
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- বিপিএলে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেলো দুই টাইগার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার