| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাকিবের জন্য ৩০ আর ইমরুলের জন্য ৩

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুন ০৯ ১২:২২:৩৩
সাকিবের জন্য ৩০ আর ইমরুলের জন্য ৩

এছাড়া বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডারকে বেশ কিছু দিন ধরেই ব্যাটে বলে সম্পূর্ণ অচেনা লাগছে। ক্যারিয়ারের দশ বছর পার করে আসা সাকিব আইসিসি ইভেন্টের মঞ্চেই ফর্ম খুঁজে বেড়াচ্ছেন।

সাকিবের হতাশাজনক ফর্ম নিয়ে চিন্তা থাকলেও দেশের ক্রিকেটে সাকিবের অবদান ভুলতে রাজি না এক সময়ের সাকিবের সতীর্থ শাহরিয়ার নাফিস। একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন নাফিস।

প্রথম আলোর ব্লগে সাকিবের সাম্প্রতিক ফর্মহীনতা নিয়ে আলোচনা করছেন তিনি। নাফিসের বক্তব্যটি পাঠকের জন্য তুলে ধরা হলো…

‘সাকিবের পারফর্মেন্স বাস্তবিক অর্থে অবশ্যই হতাশাজনক। আমরা সবাই হতাশ। এতে কোন সন্দেহ নেই। পাশাপাশি এটাও সত্যি যে একটা ছেলে কিন্তু অনেকদিন বাংলাদেশ দলের বোঝা টেনেছে। এখন আমরা তামিমের অনেক সুনাম করছি।

একটা সময় কিন্তু সাকিবই খেলেছে, একাই খেলেছে। একাই দলকে জয় এনে দিয়েছে। আমাদের এখন একটু কঠিন সময় যাচ্ছে। আমাদের সবাইর উচিত তাকে সাপোর্ট করা। পাশাপাশি সাকিবেরও উচিত ভেবে বের করা তার কোথায় সমস্যা হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন জায়গা। এখানে আপনি থাকলে সবাই মাতামাতি করবে, না থাকলে মাতামাতি করবে না। আমি মনে করি প্রথম দায়িত্বটা নিতে হবে সাকিবকে। তার কোথায় কমতি আছে সেটা তাকেই বের করতে হবে।

পাশাপাশি যারা সাপোর্ট স্টাফ আছেন, তাদের কাজ হবে সাকিবকে সাহায্য করা। আর সব শেষে পারফর্ম না করতে পারলে সাকিবকেই ভুগতে হবে যা সব ক্রিকেটারকে ভুগতে হয়। সে সাকিব আল হাসান বলে হয়তো ৩০ ম্যাচ পরে সহ্য করতে হবে, আর ইমরুল কায়েস হলে তিন ম্যাচ পরে। এটাই পার্থক্য। ’

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে

বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ...



রে