| ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চরম দু:সংবাদ : ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ এপ্রিল ১৯ ১৩:০১:০০

চরম দু:সংবাদ : ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ

গত কয়েকদিনের বৃষ্টিতেও ঢাকার বায়ুমানের তেমন উন্নতি হয়নি। বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। শনিবারও (১৯ এপ্রিল) ঢাকা আছে তালিকার শীর্ষে।

ফাইল ছবি।

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ১৭৩ বায়ুমান নিয়ে তালিকার প্রথমেই অবস্থান ঢাকার। অর্থাৎ, আজও ঢাকার বাতাসের কোনো উন্নতি হয়নি, বরং আগের মতোই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়ে গেছে। গতকাল শুক্রবার ১৬১ বায়ুমান নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। তার আগের দিন ঢাকার বায়ুমান ছিল ১৮৬।

ঢাকা ছাড়া তালিকার শীর্ষ পাঁচে থাকা শহরগুলো হলো—ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (১৬১), ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৫৩), ভারতের দিল্লি (১৩২) এবং তালিকার পঞ্চম স্থানে থাকা শহরটিও ভারতেরই। ১২৯ বায়ুমান নিয়ে পঞ্চম স্থানে আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্য-ঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

ক্রিকেট

পিএসএলের সবচেয়ে দামি ১০ ক্রিকেটার, শীর্ষে ডেভিড ওয়ার্নার

পিএসএলের সবচেয়ে দামি ১০ ক্রিকেটার, শীর্ষে ডেভিড ওয়ার্নার

আইপিএলের মতো ব্যাপক আড়ম্বর না থাকলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ধীরে ধীরে জমে উঠেছে। ফ্র্যাঞ্চাইজি ...

বিশ্বকাপ নিশ্চিত করলো পাকিস্তান, বিপদে ভারত ! হতে যাচ্ছে ভারত-পাকিস্তান লড়াই

বিশ্বকাপ নিশ্চিত করলো পাকিস্তান, বিপদে ভারত ! হতে যাচ্ছে ভারত-পাকিস্তান লড়াই

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর বাছাইপর্বে টানা চার জয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে