সাকিবের পাল্টা চাল, এবার মহা বিপদে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। কখনও পারফরম্যান্সে, কখনও ব্যক্তিত্বে—সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই অলরাউন্ডার এখন এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। অবসরের পরিকল্পনা করছেন, তবে সেটি যেন এক ‘বিদায় যুদ্ধ’ হয়ে দাঁড়িয়েছে। মাঠ থেকে বিদায় নেওয়ার আগে শেষবার দেশের জার্সি গায়ে চাপাতে চান তিনি। কিন্তু সেই ইচ্ছে বাস্তবে রূপ পাবে কিনা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
গত ছয়-সাত মাস ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আবারও দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ডেইলি সান’কে তিনি জানান, এখনো দেশের হয়ে খেলে অবসর নেওয়ার প্রবল ইচ্ছে তার। বলেন,
"আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিতে চাই। সুযোগ পেলে ১-২টি সিরিজ কিংবা আর ১ বছর খেলতে চাই। দেশের হয়ে খেলাটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।"
সাকিব আরও বলেন,
"আপনারা আমাকে বিচার করবেন গত ১৮ বছরের পারফরম্যান্স দিয়ে, নাকি সাম্প্রতিক ৬ মাসের জন্য? আমি বিশ্বাস করি, আমি এই দলটার অংশ হওয়ার যোগ্য। আর দেশের মানুষও সেটা চায়।"
মাঠের বাইরে, মনোভাবে ভেতরেজুলাই-আগস্টে দেশে রাজনৈতিক উত্তাল সময় পার করলেও সাকিব ছিলেন বিদেশে। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলার পর যান কানাডায় পারিবারিক সফরে। সে সময় তার একটি পারিবারিক ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় তীব্র বিতর্ক। দেশে যখন রাজপথে রক্ত ঝরছিল, তখন তার হাস্যোজ্জ্বল ছবি অনেকের হৃদয়ে আঘাত করে। আজ সেই সময়টাকে নিজের জীবনের ‘একটি ভুল অধ্যায়’ বলেই মানছেন সাকিব।
“আমি ছবি পোস্ট করিনি, তবে দায়ভার নিচ্ছি। এটা একটি পূর্বনির্ধারিত পারিবারিক সফর ছিল। এখন বুঝি, পাবলিক ফিগার হিসেবে আমাকে আরও সচেতন হতে হতো।”
তিনি বলেন, রাজনীতিতে তিনি জড়াতে চাননি। সংসদ সদস্য হলেও বরাবরই তার মনোযোগ ছিল ক্রিকেটে।
বিসিবির সামনে এখন দোটানাসাকিবের ফিরে আসার আকাঙ্ক্ষা এবং তার অতীত অবদানকে একদিকে রাখলে, অন্যদিকে আছে সাম্প্রতিক বিরতি ও বিতর্ক। বিসিবির জন্য এটি একটি কঠিন সমীকরণ। তাকে আবার সুযোগ দিলে দলের ভারসাম্য কেমন থাকবে? আর না দিলে, সমর্থকদের কাছে বার্তা যাবে কী?
সাকিব যদিও জানিয়েছেন, তিনি ক্রীড়া উপদেষ্টা, বোর্ড সভাপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। চেষ্টা চালাচ্ছেন মাঠে ফেরার জন্য।
শেষ নাকি আরেকটি শুরু?সাকিবের ক্যারিয়ারে অনেক নাটকীয়তা ছিল, এখনো আছে। কিন্তু এটাই হয়তো হতে পারে তার গল্পের সবচেয়ে আবেগঘন অধ্যায়। অবসরের আগে আরেকবার দেশের জার্সি গায়ে তুলে মাঠে নামতে পারবেন কিনা, সেটাই দেখার অপেক্ষায় পুরো ক্রিকেটপ্রেমী জাতি।
- যে পাঁচ জেলায় হচ্ছে চীনের অর্থায়নে অত্যাধুনিক ৫টি হাসপাতাল
- ওয়েস্ট ইন্ডিজকে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ
- একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে ও পাওনা টাকা দিতে বললো বাংলাদেশ
- শেষ হলো ৪৪ ওভারের খেলা,দেখেনিন বাংলাদেশের স্কোর
- প্রথম উইকেট হারালো বাংলাদেশ,দেখেনিন স্কোর
- শেষ হলো ৩৫ ওভারের খেলা,দেখেনিন বাংলাদেশের স্কোর
- শেষ ওভারে শেষ হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, চোখের জলে ডুবলো বিশ্বকাপের স্বপ্ন
- ব্যাটিংয়ে বাংলাদেশ, শেষ হলো ২ ওভারের খেলা,দেখেনিন স্কোর
- “সৌদি রাষ্ট্রদূতই আমার স্বামী ” আদালতে বিস্ফোরক মডেল মেঘনা
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ এপ্রিল)
- ড.ইউনুস সরকারের কর্মকান্ড নিয়ে যা বললেন সাকিব
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : খেলার মাঠেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করলেন
- শেখ হাসিনাই দায়ী : ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন ঘিরে তোলপাড়
- হিরো আলম যা শুরু করেছে তাতে আর পারছি না
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট