কোহলির রেকর্ড তছনছ করে দিলেন রাহুল

৩ ওভারে কোন উইকেট না হারিয়েই ৫৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর বিরাট কোহলি ও ফিল সল্টের ভুলে রানআউটে ভাঙল সেই উইকেট। পরের ১৫ ওভারে মাত্র ৭৪ রান তুলতেই ৭ উইকেট নেই। শেষমেষ ঘরের মাঠে কোহলিদের পুঁজিটাও খুব একটা চ্যালেঞ্জিং হলো না। একইসঙ্গে তার রেকর্ড ম্লান করে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। ফলে ৬ উইকেটের জয়ে চারটি ম্যাচেই অপরাজেয় দিল্লি ক্যাপিটালস।
কোহলির রেকর্ড - রাহুল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তোলে। তাদের পক্ষে সর্বোচ্চ সমান ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন ওপেনার ফিল সল্ট ও টিম ডেভিড। বিপরীতে ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ২টি করে উইকেট নিয়েছেন।
লক্ষ্য তাড়ায় মাত্র ৩০ রানেই ৩ উইকেট হারিয়েছিল দিল্লি। সেই বিপর্যয় দারুণভাবেই সামলেছেন বেঙ্গালুরুর ছেলে রাহুল। তবে প্রতিপক্ষের জার্সিতে তিনি ঝড় তুলে বেঙ্গালুরুকেই হারিয়ে দিলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ত্রিস্টান স্টাবস। দুজন মিলে গড়েন ১১১ রানের অনবদ্য জুটি। রাহুল ৫৩ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯৩ এবং প্রোটিয়া তারকা স্টাবস ২৩ বলে ৩৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। চলতি আইপিএলে এখন পর্যন্ত শতভাগ জয়ের পথে দিল্লি লক্ষ্য পেরোয় ১৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে।
এর আগে প্রথম ব্যাটার হিসেবে বৃহস্পতিবার আইপিএলে ১০০০ বাউন্ডারির ইতিহাস গড়েন বিরাট কোহলি। এখন পর্যন্ত আইপিএলের ১৮ সংস্করণেই খেলা এই তারকা ২৫৭ ম্যাচে মেরেছেন ৭২১ চার ও ২৭৯টি ছক্কা। যদিও বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক ইনিংসটা লম্বা করতে পারেননি। ১৪ বলে ২ ছক্কা ও ১ চারে তিনি ২২ রান করেছেন। ১০০০ বাউন্ডারি পূর্ণ হতে এই ম্যাচ শুরুর আগে মাত্র দুটি বাউন্ডারি প্রয়োজন ছিল কোহলির।
কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হওয়ার আগে ওপেন করতে নেমে সল্ট ঝড় তুলেছিলেন। মাত্র ১৭ বলেই করেছিলেন ৩৭ রান। এরপর তার সঙ্গে বেঙ্গালরুও রানআউটে বড় ধাক্কা খেলো। এরপর এক এক করে দেবদূত পাদিক্কাল (১), বিরাট কোহলি (২২), লিয়াম লিভিংস্টোন (৪) ও জীতেশ শর্মারা (৩) সাজঘরে ফিরলেন। শেষদিকে টিম ডেভিড ২০ বলে ৩৭ রানের ইনিংস না খেললে আরও কম রানে থেমে যেত বেঙ্গালুরুর ইনিংস। আর অধিনায়ক রজত পাতিদার (২৩ বলে ২৫) খেললেন মন্থর ইনিংস।
অন্যদিকে, লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি। ফাফ ডু প্লেসি (২), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৭) এবং অভিষেক পোড়েল (৭) পরপর আউট হয়ে দলের চাপ বাড়িয়ে দিয়েছিলেন। মাঝে অক্ষর ১৫ রান করে ফিরলেও, আর পেছন ফিরে তাকাতে দেননি রাহুল-স্টাবসের ১১১ রানের জুটি।
- যে পাঁচ জেলায় হচ্ছে চীনের অর্থায়নে অত্যাধুনিক ৫টি হাসপাতাল
- একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে ও পাওনা টাকা দিতে বললো বাংলাদেশ
- ওয়েস্ট ইন্ডিজকে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ
- “সৌদি রাষ্ট্রদূতই আমার স্বামী ” আদালতে বিস্ফোরক মডেল মেঘনা
- শেষ হলো ৪৪ ওভারের খেলা,দেখেনিন বাংলাদেশের স্কোর
- প্রথম উইকেট হারালো বাংলাদেশ,দেখেনিন স্কোর
- শেষ হলো ৩৫ ওভারের খেলা,দেখেনিন বাংলাদেশের স্কোর
- শেষ ওভারে শেষ হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, চোখের জলে ডুবলো বিশ্বকাপের স্বপ্ন
- ব্যাটিংয়ে বাংলাদেশ, শেষ হলো ২ ওভারের খেলা,দেখেনিন স্কোর
- শেখ হাসিনাই দায়ী : ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন ঘিরে তোলপাড়
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ এপ্রিল)
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : খেলার মাঠেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করলেন
- ড.ইউনুস সরকারের কর্মকান্ড নিয়ে যা বললেন সাকিব
- আজকের সৌদি রিয়াল রেট (১৮ এপ্রিল)
- হিরো আলম যা শুরু করেছে তাতে আর পারছি না