| ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মানিব্যাগে ভুলেও যেসব জিনিস রাখবেন না

লাইফস্টাইল ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ এপ্রিল ০১ ১৯:৫৬:১৮
মানিব্যাগে ভুলেও যেসব জিনিস রাখবেন না

আমাদের মধ্যে অনেকেই মানিব্যাগে এমন কিছু জিনিস রাখি, যা দৈনন্দিন ব্যবহারের জন্য খুব একটা প্রয়োজন হয় না। কোনো চিন্তা না করেই আমরা গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সামগ্রী মানিব্যাগে রেখে দিই, যা দীর্ঘদিন সেখানে থেকেই যায়।

কিন্তু মানিব্যাগ হারিয়ে গেলে বা চুরি হলে এসব জিনিস আমাদের বড় সমস্যায় ফেলে দিতে পারে। তাই মানিব্যাগে অপ্রয়োজনীয় বা ঝুঁকিপূর্ণ জিনিস রাখা উচিত নয়।

মানিব্যাগে যা রাখা থেকে বিরত থাকবেন???? আইডি কার্ড ও সিমকার্ডঅনেকে জাতীয় পরিচয়পত্র (NID) বা স্মার্টকার্ড এবং মোবাইলের সিমকার্ড মানিব্যাগে রাখেন। এটি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ মানিব্যাগ হারালে আপনার পরিচয় ও যোগাযোগ ব্যবস্থা অন্যের হাতে চলে যেতে পারে।

???? ক্রেডিট ও ডেবিট কার্ডবর্তমানে প্রায় সবারই একাধিক ব্যাংক কার্ড থাকে। যদি সব কার্ড মানিব্যাগে রাখেন এবং তা হারিয়ে যায়, তবে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাংকের সঙ্গে নানা ঝামেলায় পড়তে পারেন। তাই প্রয়োজনীয় কার্ড ছাড়া বাকি কার্ডগুলো বাসায় রাখা ভালো।

???? রসিদ ও বিল সংক্রান্ত কাগজপত্রঅনেকে কেনাকাটার রসিদ বা বিল সংক্রান্ত কাগজ মানিব্যাগে রেখে দেন। কিন্তু মানিব্যাগ হারালে গুরুত্বপূর্ণ রসিদও চলে যাবে, যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তাই এসব নথি আলাদা স্থানে সংরক্ষণ করাই ভালো।

???? চেক বই বা চেক পাতাচেক বই বা চেকের পাতাগুলো মানিব্যাগে রাখা ঝুঁকিপূর্ণ। যদি মানিব্যাগ হারিয়ে যায়, তাহলে চেক পাতা অসদুপায়ে ব্যবহার হতে পারে, যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

???? গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডঅনেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ছোট কাগজে লিখে মানিব্যাগে রাখেন। এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ মানিব্যাগ হারালে সেই তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

???? দামি গয়নাবিশেষ করে মেয়েদের মধ্যে অনেকে মানিব্যাগে স্বর্ণালঙ্কার বা দামি গয়না রাখেন। কিন্তু এটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মানিব্যাগ চুরি বা হারিয়ে গেলে গয়নাও হাতছাড়া হয়ে যাবে।

মানিব্যাগ সবসময় পরিচ্ছন্ন রাখুন✔ ছেঁড়া-ফাটা নোট বা অপ্রয়োজনীয় কাগজ মানিব্যাগে জমিয়ে রাখবেন না।✔ শুধুমাত্র প্রয়োজনীয় টাকা ও আইডি রাখুন।✔ মানিব্যাগ হারানোর আশঙ্কা থাকলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন, যেমন ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা।

নিজের সুরক্ষার কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ জিনিস মানিব্যাগে না রাখাই বুদ্ধিমানের কাজ। এতে মানিব্যাগ হারালে বড় বিপদের আশঙ্কা কমে যাবে।

ক্রিকেট

RCB বনাম GT: ম্যাচের আগে বড় চমক! কোহলির দল নিয়ে বিশাল বিতর্ক

RCB বনাম GT: ম্যাচের আগে বড় চমক! কোহলির দল নিয়ে বিশাল বিতর্ক

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এ আরেকটি হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি ...

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যবাণী করলেন কোহলি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যবাণী করলেন কোহলি

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি এখনও থামতে রাজি নন। ৩৬ বছর বয়সী এই তারকার ...



রে