| ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ভারতকে পেছনে ফেলে এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বাংলাদেশের চমক

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মার্চ ২৫ ২২:৩৮:৪১
ভারতকে পেছনে ফেলে এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বাংলাদেশের চমক

নিজস্ব প্রতিবেদক: শিলংয়ের আকাশে উত্তেজনার ঝলক, গ্যালারিতে সমর্থকদের প্রাণোচ্ছ্বাস—সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই যেন এক রুদ্ধশ্বাস নাটক। মঙ্গলবার (২৫ মার্চ) সেই রোমাঞ্চকর সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই। তবে গোলশূন্য ড্রয়ের পরেও পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে চমক দেখিয়েছে বাংলাদেশ!

প্রথমার্ধে বাংলাদেশের আগ্রাসী শুরু

ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য জানান দিতে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ দল। প্রথম ২০ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে চারবার, যার একটি শট ছিল অন-টার্গেট। ভারতের রক্ষণভাগকে নাস্তানাবুদ করে তোলে হামজারা।

তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে দুইটি অন-টার্গেট শট নেয় ভারত, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় বল জালের নাগাল পায়নি। প্রথমার্ধ শেষে স্কোরলাইন: ০-০।

ভারসাম্যপূর্ণ দ্বিতীয়ার্ধ, রক্ষণের দেয়ালে আটকে ভারত

দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয় বাংলাদেশ, সুযোগ পেলেই পাল্টা আক্রমণ শানায়। ভারত বলের দখল বেশি রাখলেও গোলের সামনে গিয়ে ব্যর্থ হয় বারবার। বাংলাদেশি রক্ষণভাগ যেন এক দুর্ভেদ্য প্রাচীর!

৯০ মিনিট শেষে গোলশূন্য স্কোরলাইন ম্যাচকে ঠেলে দেয় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দলই জয়ের জন্য প্রাণপণ চেষ্টা চালালেও জালের ঠিকানা খুঁজে পায়নি কেউ। শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উভয় দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়।

পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট!

এই ড্রয়ের ফলে দুই দলই ১ পয়েন্ট পেলেও গোল ব্যবধানের হিসেবে আপাতত গ্রুপ 'সি'-এর শীর্ষে বাংলাদেশ!

গ্রুপ 'সি' পয়েন্ট তালিকা:

???? বাংলাদেশ - ১ পয়েন্ট (শীর্ষে গোল ব্যবধানে)

???? ভারত - ১ পয়েন্ট

???? অন্য দুই দল - ১ পয়েন্ট করে

পরবর্তী ম্যাচে জয়ের খোঁজে বাংলাদেশ

প্রথম ম্যাচে ড্রয়ের পরও পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশ আশাবাদী। তবে গোলের খরা তাদের জন্য ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের ম্যাচে কি সেই অপেক্ষার অবসান ঘটবে? সমর্থকদের চোখ এখন সেদিকেই!

মারুফ

ক্রিকেট

IPL 2025 : চরম উত্তেজনায় শেষ হলো কোলকাতা ও মুম্বাইয়ে ম্যাচ

IPL 2025 : চরম উত্তেজনায় শেষ হলো কোলকাতা ও মুম্বাইয়ে ম্যাচ

আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্সের জন্য এটি ছিল এক বিভীষিকাময় রাত। মুম্বই ইন্ডিয়ান্সের মাটিতে তারা ...

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যবাণী করলেন কোহলি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যবাণী করলেন কোহলি

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি এখনও থামতে রাজি নন। ৩৬ বছর বয়সী এই তারকার ...



রে