সাকলাইনের গুরুত্বপূর্ণ এক পরামর্শে জিততে পারে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে আট ব্যাটসম্যান নিয়ে খেলতে নামে মাশরাফিরা। তবে আট ব্যাটসম্যান খেলালেও মিডল অর্ডারে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ইংলিশদের বিপক্ষে ব্যাট করেছেন ৭ নম্বরে। দীর্ঘ দিন পাকিস্তান ক্রিকেটের হয়ে খেলেছেন তিনি। কোন খেলোয়াড়কে কোথায় নামাতে হয়, কিভাবে তাকে কাজে লাগাতে সেটা খুব ভালো ভাবে রপ্ত করা আছে সাকলাইনে।
গ্রুপ পর্বের নিজেদের পরের ম্যাচে সাত ব্যাটসম্যান নিয়ে খেলার পরও ব্যাটিং পজিশন বদলায়নি রিয়াদের। কিন্তু এ রিয়াদই ২০১৪ সালের জিম্বাবুয়ে সিরিজ থেকে টানা ২ বছর ৪ নম্বরে ব্যাট করেছেন। এ পজিশনে ব্যাটিং করে ২০১৫ বিশ্বকাপে হাঁকিয়েছেন টানা ২টি সেঞ্চুরি। দল মাহমুদউল্লাহর মতো অলরাউন্ডারকে সঠিক ভাবে কাজে লাগাতে পারছেনা বলে মত দেন তিনি। ২০১৫ বিশ্বকাপের মতো সুযোগটা কাজে লাগতে পারলে সেমিতে ওঠার বড় সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদকে ৭ নম্বরে খেলানোর বিষয়টি নিয়ে খানিকটা উদ্বিগ্ন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। তিনি মনে করেন, রিয়াদ ৭ নম্বরে খেলার ব্যাটসম্যান নয়। এছাড়া রিয়াদ একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও তাকে দিয়ে কেন বোলিং করাচ্ছে না টিম ম্যানেজমেন্ট? রিয়াদকে বাংলাদেশ দলের প্রধান খেলোয়াড় আখ্যায়িত করেন তিনি।
সাকলাইন মনে করেন, বাংলাদেশ দল যদি রিয়াদের বিষয়টি সমাধান করতে পারে, তাহলে ব্যাটিং লাইনআপ আরও ভালো হবে। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে আলাপকালে সাকলাইন বলেন, ‘আমি একটা বিষয় বুঝে উঠতে পারি না। সে ৭ নম্বরে খেলছে আর বোলিংও করছে না। ৭ নম্বরে কীভাবে তাকে রাখলো আমি বুঝি না। কিন্তু সে তাদের প্রধান খেলোয়াড় ছিল। এ ইস্যু যদি সমাধান হয়ে যায়, তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আরও ভালো হয়ে যাবে। ’আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেট দলের।
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো
- হঠাৎ পাল্টে গেল সয়াবিন তেলের বাজার
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরনে খেতে পারেন ৩টি সবজি
- বিপিএলে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেলো দুই টাইগার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- সরকারি চাকরির মেয়াদ ও পেনশন নিয়ে প্রস্তাব
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে
- পাল্টে গেল স্বর্ণের বাজার দর
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার