| ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আ:লীগের সাবেক মন্ত্রী ইনু-মেনন-আনিসুল-দীপু মনিদের জীবনে নেমে এলো নতুন দু:সংবাদ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মার্চ ১৯ ১২:০৪:০৬
আ:লীগের সাবেক মন্ত্রী ইনু-মেনন-আনিসুল-দীপু মনিদের জীবনে নেমে এলো নতুন দু:সংবাদ

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

চারদিনের রিমান্ড: ইনু, মেনন ও দীপু মনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে নিহত ওবায়দুল ইসলামের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপু মনির চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর পক্ষে শুনানি শেষে আদালত এই রিমান্ডের আদেশ দেন।

তিনদিনের রিমান্ড: আনিসুল হক

অপরদিকে, মোহাম্মদপুরের বসিলা এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মো. সুজনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তার রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

তিনদিনের রিমান্ড: সাদেক খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আদালতে শুনানি চলাকালে সাদেক খান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 'আমি ওইখানে ছিলাম না। আর গুলি পাবো কোথায়?’ তবে আদালত তার বক্তব্য গ্রহণ করেনি এবং রিমান্ডের আদেশ দেন।

তদন্তে অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ

আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মামলাগুলোর তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, রিমান্ডে থাকা ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও বিস্তারিত অনুসন্ধান পরিচালিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি এসব ঘটনার পেছনের কুশীলবদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো।

ক্রিকেট

তরুণ ক্রিকেটার নাহিদ রানার জন্য নতুন দু:সংবাদ

তরুণ ক্রিকেটার নাহিদ রানার জন্য নতুন দু:সংবাদ

বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতীয় ...

অজিঙ্কা রাহানে,কে নিয়ে আইপিএলে নতুন ধোঁয়াশা

অজিঙ্কা রাহানে,কে নিয়ে আইপিএলে নতুন ধোঁয়াশা

আসন্ন আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে কত নম্বরে ...



রে