| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

যে চ্যানেল দেখাবে আজকের ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুন ০৯ ১০:০৫:৪৭
যে চ্যানেল দেখাবে আজকের ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৫ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দল। প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ। যে দক্ষিণ আমেরিকার এই সুপারক্ল্যাসিকো দিয়ে শুরু হচ্ছে সাম্পাওলি-যুগ। অনেক কাঠখড় পুড়িয়ে কোচ বানানো হোর্হে সাম্পাওলি থাকবেন আর্জেন্টিনার ডাগআউটে।

তাই এই ম্যাচ দিয়ে শুরু হবে সাম্পাওলি-মেসি যুগ। মেসির কোচ হওয়ার ইচ্ছার কথা অনেকবারই বলেছেন চিলি ও সেভিয়াকে কোচিং করিয়ে আলোচিত এই কোচ। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হচ্ছে। মেসি এই ম্যাচের অধিনায়ক হিসেবে থাকছেন। তবে এই ম্যাচে খেলবেন না নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আর এ ম্যাচের আরেকটি বিশেষ্যত্ব হল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচটি খেলা হবে। যেটি আসলে ক্রিকেট মাঠ হিসেবে দুনিয়াখ্যাত। ব্রজিল-আর্জেন্টিনা ম্যাচ উপলক্ষে ইতোমধ্যেই গোটা এমসিজির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফিফার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, দুদল ১০৩ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ৪০ বার, ৩৭ বার আর্জেন্টিনা। ২৬টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ দেখায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

গত নভেম্বরের এই পরাজয় প্রভাব ফেলেছে আর্জেন্টিনার বাছাই পর্বের দুর্দশায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনো পাঁচে পড়ে আছে।

আর্জেন্টিনায় যখন এই অবস্থা, তখন ব্রাজিল রয়েছে ফুরফুরে মেজাজেই। তাদের অনুশীলনে সংবাদমাধ্যমের কোনো বাধা ছিল না। ব্রাজিলের ভয় কোচ সাম্পাওলিকে।

সে কারণেই এদিন ফার্নান্ডিনহো জানালেন, ‘‌ব্রাজিল এবং আর্জেন্টিনা কখনওই প্রীতি ম্যাচ হতে পারে না। দুই ‌দলই জিততে চায়। আমরা ছন্দ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে আর্জেন্টিনার নতুন কোচ চিলি এবং সেভিয়ার মতো দলকে সফলভাবে পরিচালনা করেছেন। এটা ওদের কাছে মোটিভেশন। কিন্তু তিতের কোচিংয়ে আমরা এখনও হারিনি এবং এই ম্যাচেও জিততে চাই।’

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই দুই দলের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের কাছে অন্যরকম উম্মাদনা। প্রীতি ম্যাচ হলেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না কেউই। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ৯ জুন (শুক্রবার) ভিক্টোরিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পা রাখবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে খেলা শুরু হবে।

মেলবোর্নে ৯৯ হাজার দর্শকের সামনে খেলতে যাওয়া ম্যাচটি নিয়ে ব্রাজিলের ফুল-ব্যাক রাফিনহা বলেছেন, ‘এটি প্রীতি ম্যাচ, তবে আমরা যখন মাঠে নামি তখন অন্য সব ম্যাচের মতোই হয়ে যায়। সবাই জিততে চায়।’ ডেইলী মেইল।

তবে বিশেষজ্ঞদের মতে, নেইমার-ড্যানি আলভেস-মার্সেলো-রবার্তো ফারমিনোরা না থাকায় কিছুটা এগিয়ে থাকবে আর্জেন্তিনাই। থিয়াগো সিলভার নেতৃত্বে ব্রাজিল রক্ষণ কতক্ষণ সামলাতে পারে মেসি-ডায়বালাদের তার উপরেই নির্ভর করছে ম্যাচের ভাগ্য। তবে তিতের প্রশিক্ষণে ইদানীং দুরন্ত ফুটবল খেলছে ব্রাজিল। শুক্রবারের ম্যাচে দ্রুতগতির প্রতি-আক্রমণ থেকেই গোল তুলে নেওয়াই লক্ষ্য তিতে-ব্রিগেডের। ব্রাজিল কোচের বড় ভরসা ফিলিপে কুটিনহো, রাফিনহা ও গ্যাব্রিয়েল হেসাস।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখাবে: অ্যারেনা স্পোর্ট ১, পিটিভি স্পোর্ট, ফক্স স্পোর্টস ১, ফক্স স্পোর্টস ২। এক্ষেত্রে বাংলাদেশের কোনো চ্যানেল দেখাবে সেটা জানা যায়নি। যেহেতু বিকেলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ আছে, তাই তিনটি চ্যালেন সেই ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবে। তবে ধারণা করা হচ্ছে চ্যানেল নাইন ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি সম্প্রচার করতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

IPL নিলাম: ইতিহাস পাল্টে অবিশ্বাস্য মুল্যে বিক্রি হলো রিশাব পান্থ

IPL নিলাম: ইতিহাস পাল্টে অবিশ্বাস্য মুল্যে বিক্রি হলো রিশাব পান্থ

সৌদি আরবের জেড্ডায় শুরু হয়েছে ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামে ১০টি ...

IPL Auction 2025 : বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে নাম উঠবে যখন

IPL Auction 2025 : বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে নাম উঠবে যখন

ক্রিকেট বিশ্বজুড়ে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২৫ সালের আইপিএল নিলাম, যা এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে