| ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

দেশে যে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানালেন সেনাপ্রধান

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মার্চ ১৬ ১১:২৮:১৮
দেশে যে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানালেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘‘আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজে দেবে।’’ শনিবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫-এ এসব কথা বলেন তিনি।

এদিন, রাজধানীর ৩০০ ফিটে শনিবার ভোর ৫টায় ম্যারাথনের প্রথম দৌঁড় শুরু হয়। এবারের ম্যারাথনের প্রতিপাদ্য ছিল ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’। এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় ম্যারাথন ছিল এটি, যেখানে ১০ হাজার দৌঁড়বিদ অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনারও ছিলেন।

সেনাপ্রধানের বক্তব্য:এ সময় সেনাপ্রধান বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য ছিল জয়-পরাজয় নয়, বরং দেশ ও জাতিকে শারীরিকভাবে শক্তিশালী করা।’’ তিনি আরও বলেন, ‘‘আজকের ম্যারাথন একটি সুন্দর উদ্যোগ ছিল, এবং এতে ১০ হাজারেরও বেশি দৌঁড়বিদ ছিলেন, দেশি ও বিদেশি।’’ সেনাপ্রধান আরও উল্লেখ করেন যে, আগামী ৩১ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং একই ধরনের ম্যারাথন দেশের বড় শহর এবং জেলা শহরগুলোতে আয়োজিত হবে।

তরুণ প্রজন্মের শারীরিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ:মিলিটারি একাডেমিতে ক্যাডেটের সংখ্যা কমে যাওয়ার ব্যাপারে কথা বলে সেনাপ্রধান বলেন, ‘‘এখন তরুণরা শারীরিক কার্যকলাপে খুব বেশি সচেতন না।’’ তিনি আরও বলেন, ‘‘আগের মতো খেলার মাঠ নেই, এবং খেলা-ধুলার সুযোগ-সুবিধাও কমেছে।’’ এ জন্য তিনি জানিয়ে দেন যে, ম্যারাথনের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক কার্যকলাপে যুক্ত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি ছিল একটি দেশের শারীরিক স্বাস্থ্য ও তরুণ প্রজন্মের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া নতুন উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ক্রিকেট

অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন তারকা ক্রিকেটার

অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন তারকা ক্রিকেটার

আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। ব্যাঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল ...

আইপিএল ২০২৫ : ৯ দেশি ও ১ বিদেশি অধিনায়ক, তালিকায় চমক

আইপিএল ২০২৫ : ৯ দেশি ও ১ বিদেশি অধিনায়ক, তালিকায় চমক

২০২৫ সালের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এবারের আসরে মোট ১০টি ...