দুর্দান্ত ব্যাংটিয়ে ৯২ রান করলেন মুমিনুলের

ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে ৩১১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী লিমিটেড। রানের দেখা পেয়েছেন আবাহনীর মুমিনুল হক। খেলেছেন ৯২ রানের দুর্দান্ত ইনিংস। তার পাশাপাশি ফিফটি করেছেন মোহাম্মদ মিথুন৷ দুইজনের দারুণ ব্যাটিংয়ে তিনশ পেরোনো বড় সংগ্রহ পেয়েছে আবাহনী।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীর। মাত্র ৫ রান করে রানআউট সাজঘরে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। শুরু পেলেও ইনিংস বড় হয়নি জিসান আলমের। পাঁচটি চারের সাহায্যে ২৫ বলে ২৭ রান করেন তিনি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রান আসে তার ব্যাট থেকে। এরপর বড় জুটি গড়েন মুমিনুল হক ও মোহাম্মদ মিথুন।
দুইজনই দেখা পান ফিফটির। বেশি আক্রমণাত্মক ছিলেন টেস্ট দলের নিয়মিত সদস্য মুমিনুল হক। একপর্যায়ে আভাস দিচ্ছিলেন সেঞ্চুরির। তবে আইচ মোল্লার শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এর আগে ৭৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৯২ রানের দারুণ ইনিংস খেলেন মুমিনুল। এই দুইজনের ১৪৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পায় আবাহনী। মুমিনুলের পর ফিরেছেন মিথুনও। ৮৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন এই ডানহাতি ব্যাটার।
এরপর ছোট ছোট কার্যকরী ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসানরা। এতে তিনশ পেরিয়েছে আবাহনীর ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩১০ রান করে আবাহনী। ২৩ রান করেন মোসাদ্দেক, অপরাজিত ২৮ রান করে রাব্বি।
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট
- নিজের বানানো আয়নাঘরে কেমন আছেন হাসিনা
- IPL 2025 : বিপদে পড়লো কোলকাতা,সুখবর পেলো হায়দরাবাদ
- ঈদ কবে হতে পারে, জানালো আবহাওয়া দপ্তর
- রাতে ভ্রমণের সময় প্রয়োজনীয় সতর্কতা যেভাবে নিরাপদে থাকবেন
- দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১৫
- তাসকিন-মুস্তাফিজের আইপিএল স্বপ্ন ভাঙতে বসেছে,বিসিবির এনওসি জটিলতায় বিপদে তারকারা
- সাত কলেজের সমন্বয়ে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, আলোচনায় যেসব নাম
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট
- ক্রিকেটারদের ১৩ লাখ জরিমানা
- পিসিবির কঠোর সিদ্ধান্ত: ৮ ক্রিকেটারের ওপর বিশাল অঙ্কের জরিমানা
- চরম দু:সংবাদ পেলো নেইমার
- অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন তারকা ক্রিকেটার
- বিশ্বসেরা ক্রিকেটারকে হুমকি আর ফিরে এসো না...
- পাতি নেতাদের অপকর্মে বিপদে বিএনপি