"কী কারণে মাঠ থেকে বিদায় নেননি মুশফিক-রিয়াদ? সুজন জানালেন চমকপ্রদ কারণ!"

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল দুই তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। গেল সপ্তাহে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান, আর মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই। তবে এই বিদায়গুলো এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে, মাঠ থেকে নয়। এ ঘটনায় বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন প্রকাশ করেছেন তার আক্ষেপ।
২০০৮ সালে মোহাম্মদ রফিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে মাঠ থেকে বিদায় নিয়েছিলেন। এরপর আর কোনো বাংলাদেশি ক্রিকেটার মাঠ থেকে অবসর নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি। মুশফিক-রিয়াদের ক্ষেত্রেও সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটেছে। অনেকেই মনে করেন, এই দুই ক্রিকেটারের মাঠ থেকে বিদায় নেওয়ারই প্রাপ্য ছিল।
সুজনের আক্ষেপ ও পরামর্শনিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সুজন বলেন, “ওদের (মুশফিক ও রিয়াদ) ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ ছিল। মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ ওদের প্রাপ্য ছিল। যারা ভালোবেসেছে ও সমর্থন দিয়েছে, তারাও চাইত গ্যালারি ভরা দর্শকের হাততালির মধ্যে তারা বিদায় নিক। কিন্তু সেই সুযোগটা আর হলো না।”
সুজন মনে করেন, মাঠ থেকে অবসর নিলে বিদায়টা আরও স্মরণীয় হয়ে থাকত। তিনি বলেন, “ওরা চাইলে হয়তো আরও কিছুদিন খেলতে পারত। কিন্তু মাঠ থেকে বিদায় নিলে সেটা আরও স্মরণীয় হয়ে থাকত।”
বোর্ডকে দোষ দিতে নারাজ সুজনঅনেকেই হয়তো ভাবতে পারেন, এখানে বোর্ডেরও ব্যর্থতা আছে। কিন্তু সুজন সে বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন। তার মতে, “যখন আমি অবসর নিয়েছিলাম, আগেই জানিয়েছিলাম সেটাই আমার শেষ ম্যাচ। কিন্তু যদি কেউ না জানায়, বোর্ড বুঝবে কীভাবে? ক্রিকেটাররা আগেই বললে বোর্ডও সম্মানজনক বিদায়ের ব্যবস্থা করতে পারে।”
সম্মানজনক বিদায় নিয়ে প্রশ্নমাঠ থেকে বিদায় না নেওয়ার কারণে মুশফিক ও রিয়াদের বিদায় অনেকের কাছেই আশানুরূপ হয়নি। দেশের ক্রিকেটপ্রেমী দর্শকরা চেয়েছিলেন তাদের প্রিয় ক্রিকেটারদের বিদায়টা হোক গ্যালারি ভরা দর্শকদের সামনে, হাততালির মধ্যে দিয়ে।
বাংলাদেশ ক্রিকেটের এই দুই কিংবদন্তি নিশ্চিতভাবেই দেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। তাদের অবদান চিরস্মরণীয়। তবে সুজনের আক্ষেপের সুরে হয়তো অনেক ভক্তেরও মনের কথা লুকিয়ে আছে। ক্রিকেটারদের সম্মানজনক বিদায় পাওয়ার প্রাপ্যতা আর ক'জনই বা অর্জন করতে পারে?
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- কাঁদতে কাঁদতে সেই রাতের ঘটনা বললেন আছিয়ার বোন
- ঢাকার অবস্থা আজ খুব খারাপ
- ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ
- মুশফিক ও মাহমুদউল্লাহর জায়গায় নতুন ক্রিকেটার হয়ে আসছেন যিনি
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- হাসনাত সারজিসের কাঁধে শি শু আছিয়ার লা শ
- আইপিএল খেলার আগে পিআরপি ইনজেকশন দিলেন মুস্তাফিজ
- দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
- মাগুরার নির্যাতিত শিশু আছিয়াকে নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির
- চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কে কার মুখোমুখি
- আবহাওয়া অফিসের সতর্কবার্তা: ঝড় ও বজ্রবৃষ্টি
- বাংলাদেশ ক্রিকেটের জন্য দু:সংবাদ : মাঠ থেকে বিদায় নিতে পারলেন না ‘পঞ্চপাণ্ডব’-এর কেউ