| ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যখন বলির পাঠা ইমরুল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুন ০৯ ০৯:৫৬:২৫
যখন বলির পাঠা ইমরুল

গত এক বছর ধরে তিন নম্বর পজিশনের জন্য সাব্বির রহমানকে তৈরি করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় আসরে এসে ইমরুল কায়েসকে তিন নম্বরে নামিয়ে দেয় বাংলাদেশ দলের থিংক ট্যাঙ্ক।

অথচ ইমরুল অনেক দিন ধরেই ওয়ানডে দলে অনিয়মিত। সাব্বিরকে নিচে খেলিয়ে ইমরুলকে হুট করে তিন নম্বরের গুরু দায়িত্ব তুলে দেয়াকে নেতিবাচক চোখে দেখছেন এক সময়ে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

প্রথম আলোর ব্লগে নাফিসের বিস্তারিত বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো…

‘দেখুন, ইমরুলের সাথে আমি অনেক দিন ধরে খেলেছি। আমরা সাউথ জোনে একসাথে খেলেছি। আমি মনে করি ইমরুলকে নষ্ট করা হচ্ছে। গত দুই বছর এই প্লেয়ারটা এত ভালো পারফর্ম করলো তারপর তাকে যেভাবে দল থেকে বাদ দেয়া হলো, এভাবে একটা প্লেয়ার কিভাবে ভালো পারফর্ম করতে পারে।

ইনজুরির দোহাই দিয়ে তাকে আপনারা সুযোগই দিলেন না। সে এসে ঘরোয়া ক্রিকেটে প্রমান করে গেল। তারপর আপনি তাকে যখন চাপের মুখে রাখবেন আর বলবেন পারফর্ম করতে, সেটা তো সম্ভব না। এটা তো ভাই ডাঙ্গুলি খেলা না, এটা আন্তর্জাতিক ক্রিকেট। এটা সহজ হবে না।

আবার অনেক দলে সাথে অনেক দিন রেখে না খেলিয়ে হঠাৎ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় টুর্নামেন্টে নামিয়ে দিলেন। ইমরুলের দলে নেয়ার ধরন দেখলে মনে হয় আমরা তাকে বাদ দেয়ার জন্যই দলে নেই। এমন চাপের মুখে পারফর্ম করা কঠিন। ওকে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দেখলাম, আমি খুবই খুবই অবাক হয়েছি।

কারন সাব্বির গত দুই বছর তিন নম্বরে ব্যাটিং করে আসছে। ওকে আপনি হুট করে ছয় নম্বরে নামিয়ে দিলেন আর যেই প্লেয়ারটা গত একাদশে সুযোগ পাচ্ছিল না তাকে আপনি এত বড় একটা টুর্নামেন্টে খেলিয়ে দিলেন, এই দল নির্বাচনটা আমার কাছে বোধগম্য নয়।

আদর্শ দল নির্বাচন যদি করা হতো, তাহলে আমি এক বছর আগে থেকে ইমরুলকেই খেলাতাম। সাব্বিরকে আমি তিন নম্বরে খেলাতাম না। আমি হলে তামিম-সৌম্যর পর ইমরুলকে খেলাতাম। এখন এমন একটা অবস্থায় পড়েছে যেখানে সবাই বলবে, হ্যা… ইমরুলকে বাদ দাও।

অথচ যেখানে ওকে খেলানোই উচিত হয় নাই। সাব্বিরকে আপনি এক-দেড় বছর ধরে তিন নম্বরের জন্য তৈরি করেছেন, তাকেই তিন নম্বরে খেলানো দরকার ছিল। এখন ইংলিশ কন্ডিশন দেখে আপনি সাব্বিরকে আস্তে করে নিচে নিয়ে আসবেন? সাব্বিরকে কি বাঁচানোর চেস্টা করা হচ্ছে কিনা আমি বলতে পারছি না।

শেষ পর্যন্ত যা হলো, ইমরুল যেহেতু দুই ম্যাচে পারফর্ম করতে পারেনি সে এমনিতেই বাদ পড়ে যাবে। আমি খুবই খারাপ অনুভব করছি তার জন্য, কিন্তু এটাই বাস্তবতা। আপনি যাকে এক বছর ধরে তিন নম্বরের জন্য তৈরি করলেন তাকে তিন নম্বরে খেলতে দেন। সে তিন নম্বরে রান করেছে আমাদের কন্ডিশনে। কিন্তু কঠিন কন্ডিশনে গিয়ে রান করার‍্য পার্থক্য আছে। ’

ক্রিকেট

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

শেষ পর্যন্ত হেটমায়ারের ঝড়ে খুলনার চ্যালেঞ্জিং স্কোর

একাদশ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। ফাইনালে উঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ...

বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে

বর্তমানে যা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ...



রে