| ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারতের কারনে কপাল পুড়লো পাকিস্থানের

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মার্চ ০৫ ১১:১১:১৬
ভারতের কারনে কপাল পুড়লো পাকিস্থানের

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর পাকিস্তানের জন্য ছিল বিশেষ এক আয়োজন। দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো বড় ইভেন্ট ফিরেছিল তাদের মাটিতে। তবে সেই উৎসবের আনন্দ টিকলো না বেশিদিন। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় বাবর আজমদের। এবার আরও এক ধাক্কা—নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার সুযোগও হারাতে বসেছে পাকিস্তানের দর্শকরা।

আগামী ৯ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ায় বদলে গেছে ভেন্যু। পাকিস্তানে খেলতে অনাগ্রহী ভারত টুর্নামেন্টের শুরু থেকেই তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। সেই ধারাবাহিকতায় ফাইনালও সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

এদিকে, ফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তবে যে দলই জিতুক, ভারতের বিপক্ষে শিরোপার লড়াই হবে দুবাইয়ের মাটিতে।

ভারত নাকি পাকিস্তান? আয়োজক নিয়ে বিতর্কচলমান আসরের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকলেও বাস্তবে ভারতের প্রভাব ছিল প্রবল। হাইব্রিড মডেলে হওয়া এই টুর্নামেন্টে ভারতের সব ম্যাচই হয়েছে দুবাইয়ে। পাকিস্তানকে উল্টো নিজেদের "ঘরের মাঠের" টুর্নামেন্টে খেলতে যেতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকের মতে, ভারতই যেন প্রকৃত আয়োজকের ভূমিকা পালন করছে। একই ভেন্যুতে সব ম্যাচ খেলতে পারা তাদের জন্য বাড়তি সুবিধাও বয়ে এনেছে।

প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ২০১৩ সালে শিরোপা জিতলেও ২০১৭ সালে রানার্স-আপ হয়েছিল টিম ইন্ডিয়া। এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল।

এদিকে, পাকিস্তানি সমর্থকদের হতাশা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে দলের ব্যর্থতা, অন্যদিকে ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়া—সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পরিণত হয়েছে হতাশার আসরে।

ক্রিকেট

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

মাত্র ১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ...

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

ক্রিকেটের জন্য জীবনের বড় একটি ত্যাগ স্বীকার করলো তামিম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম দেশের হয়ে খেলতে গিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। ...



রে