| ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম

সৌদি কাতার দ্বন্দ্ব: কাতারের আমিরকে ফোন করে নিজের অবস্থান ঘোষণা করলেন পুতিন

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুন ০৯ ০১:০৩:২০
সৌদি কাতার দ্বন্দ্ব: কাতারের আমিরকে ফোন করে নিজের অবস্থান ঘোষণা করলেন পুতিন

টেলিফোন সংলাপে পুতিন রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পক্ষে তার শক্ত অবস্থান ঘোষণা করেন। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন।এছাড়া, গত এপ্রিল মাসে অনুষ্ঠিত কাতার ও রাশিয়ার আন্তঃসরকার কমিশনের বৈঠকের ফলাফল নিয়ে দু নেতা গভীর সন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য, সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়া এবং সৌদি আরবের ‘শত্রুদেশ’ ইরানকে সমর্থন দেয়ার অভিযোগ এনে সোমবার কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে কাতার এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।

সোমবার কাতারের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। কাতারের বিরুদ্ধে চারটি দেশ অভিযোগ করে আসছিলো কাতার সন্ত্রাসে প্রণোদনা দেয়। সর্বশেষ এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় ধাক্কা লাগার মতো ঘটনা হিসেবে দেখা দিয়েছে।

সম্পর্কছেদের ঘোষণার পর থেকেই এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নানা ঘোষণা দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় ঘোষণা এলো ‘ কাতারের প্রতি কোন সমর্থন দেখালেই জেলের ঘানি টানতে হবে ১৫ বছর!’

দ্যা নিউ এজ জানিয়েছে, বুধবার সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষে দেশটির ফরেইন এফেয়ার্স মিনিস্টার আনোয়ার গার্গাই স্পষ্টই জানিয়ে দিয়ে বলেছেন, কেউ যদি কাতারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য প্রকাশ করে, তাহলে তাকে পনের বছরের কারাদণ্ড দেয়া হবে!

বিবিসির এক সংবাদে ইউএই-র অ্যাটর্নি জেনারেলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়াতে দোহার সরকারের প্রতি সমর্থন দিয়ে কোন পোস্ট করা হলে তাকে সাইবার অপরাধ বলে বিবেচনা করা হবে। এবং এমন ‘অপরাধের’ সর্বোচ্চ শাস্তি পেতে হবে।’

এর আগে মঙ্গলবার কাতারে অবস্থানরত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় রাষ্ট্রের নাগরিকদের ১৪ দিনের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে। একইসাথে ওই দেশগুলোতে অবস্থানরত কাতারিদেরও এসব দেশ ছেড়ে যেতে বলা হয়েছে।

এদিকে, পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলো কাতারকে একঘরে করার পর তারা ইরান এবং তুরস্ক থেকে বিমান বোঝাই করে খাদ্য সামগ্রী আনার পরিকল্পনা করছে।

অন্যদিকে, তুরস্ক প্রতিশ্রুতি দিয়েছে, তারা কাতারের সামরিক ঘাঁটিতে সৈন্য পাঠানোর লক্ষ্যে পার্লামেন্টে দ্রুত একটি বিল পেশ করবে।

ইরান এবং তুরস্ক থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, কাতারের খাদ্য সংকট মোকাবেলায় তারা সেখানে বিমানে খাবার ও পানি পাঠানোর পরিকল্পনা করছে। পারস্য উপসাগরের আরব দেশগুলোর মধ্যে এই সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন কুয়েতের আমির।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী আনওয়ার গার্গাশ এই অভিযোগ অস্বীকার করেছেন যে তারা কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে মিলে কাতারের রাষ্ট্রক্ষমতায় রদবদল ঘটাতে চাইছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন যে ঐ অঞ্চলে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের প্রধান মদতদাতা হচ্ছে কাতার।

সম্পর্কিত আরও সংবাদ

কাতারের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে যেসব শর্ত দিল সৌদী আরব

কাতারের সাথে মধ্যপ্রাচ্যের চারটি দেশের সম্পর্কচ্ছেদের কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের সঙ্গে সম্পৃক্ত গণমাধ্যম, সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন ও অর্থায়নে কাতারের উসকানি রয়েছে।

তবে কাতার এই পদক্ষেপকে বিবেচনা বর্হিভূত সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছে। দোহার পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামিক স্টেট বা ব্রাদারহুডের সঙ্গে তাদের কোনো আতাত নেই। তারা কোনো চরমপন্থী সংগঠনকে মদদ দিচ্ছে না।

এখন সৌদি আরব কাতারকে সম্পর্ক পুনঃস্থাপনে কিছু শর্ত পূরণের কথা বলছে। এসব শর্তের মধ্যে মুসলিম ব্রাদারহুড ও হামাসকে কাতারের সহযোগিতা বন্ধের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা দেখতে চাই কাতার উগ্রবাদী গোষ্ঠী ও তাদের সহযোগী প্রচার মাধ্যমগুলোর সমর্থন এবং অন্যান্য দেশের ক্ষেত্রে হস্তক্ষেপের বিষয়ে কয়েক বছর আগে দেয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করছে।’

‘কেউ কাতারকে আঘাত করতে চায় না। এ পদক্ষেপ এজন্য নিতে হয়েছে যে, হয় এদিক হবে না হয় ওদিক। আমরা অত্যন্ত ব্যথিত হয়ে এই পদক্ষেপটি নিয়েছি যাতে এটি বোঝা যায় যে এই নীতিগুলি টেকসই নয় এবং পরিবর্তন করতে হবে’, বলছিলেন তিনি।

জুবেইর আরও বলেন, কাতার হামাস ও মুসলিম ব্রাদারহুডের সমর্থন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মিসর সরকারকে পতনে সাহায্য করছে। ‘আমরা মনে করি না এ নীতিগুলো সঠিক। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য কাতারকে অবশ্যই এ নীতি থেকে সরে আসতে হবে।’

তিনি বলেন, কাতারের উচিত অবিলম্বে কাজ শুরু করা। তবে তিনি বলেন, সমুদ্র, ভূমি এবং আকাশ অবরোধসহ আরব রাজ্যের গৃহীত পদক্ষেপ দেশটির জন্য যথেষ্ট ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

এদিকে, বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজা শাসনকারী দল হামাস জানিয়েছে, তারা সৌদি আরবের এ ধরনের বক্তব্যে মর্মাহত। বিবৃতিতে বলা হয়, জুবেইরের এ ধরনের বক্তব্য ফিলিস্তিনী জনগণ, আরব ও ইসলামী জাতিগুলোর জন্য পীড়াদায়ক।

ক্রিকেট

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

IPL নিলাম : আকাশ ছোয়া মুল্যে আফগান ক্রিকেটারকে কিনলো মুম্বাই

চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার প্রথম দিনের নিলাম হয়েছে। সোমবার হবে দ্বিতীয় দিনের নিলাম। প্রথম ...

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

ipl নিলামের মধ্যেই ক্রিকেট বিশ্বকে অবাক করে ইনিংস ঘোষণা করলো মেহেদী হাসান মিরাজ

চতুর্থ দিনের শুরুতেই ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এইমাত্র পাওয়া : ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় ...



রে