| ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিএনপির ব্যানারে আওয়ামী লীগের মানববন্ধন, সমালোচনার ঝড়

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ০৮:৩২:২৯
বিএনপির ব্যানারে আওয়ামী লীগের মানববন্ধন, সমালোচনার ঝড়

মাদারীপুরের কালকিনিতে এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সাহেবরামপুর ইউনিয়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, মানববন্ধনটি মূলত কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদের সমর্থনে আয়োজন করা হয়েছিল।

দলীয় সূত্রে জানা গেছে, মাহবুবুর রহিম মুরাদ ২০২১ সালে আওয়ামী লীগের টিকিটে চেয়ারম্যান নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তবে সম্প্রতি তার রাজনৈতিক প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে লেখালেখি শুরু করলে তিনি সমর্থকদের নিয়ে এই মানববন্ধন আয়োজন করেন।

কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, মানববন্ধনটি বিএনপির ব্যানারে আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালাম আকন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আকন, যুবলীগের সভাপতি মো. মতি ও সহ-সভাপতি আহসানসহ আরও অনেকে।

এ বিষয়ে চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাই মানববন্ধন করেছি। এখন তো আওয়ামী লীগের ব্যানারে করা সম্ভব না, তাই বিএনপির ব্যানারে করা হয়েছে।”

বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, "সাহেবরামপুর ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই। যারা এই কাজ করেছে, তারা ছাত্রদলের কেউ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, "এটি একটি ষড়যন্ত্র। বিএনপির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। যারা এই কর্মসূচির সঙ্গে জড়িত, তারা মূলত আওয়ামী লীগের দোসর।"

এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, এটি রাজনৈতিক সুবিধাবাদিতার নতুন কৌশল, আবার কেউ মনে করছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতিক্রিয়া কী, সেটাই এখন দেখার বিষয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

রিশাদের ঘূর্ণিতে PSL কাঁপছে, ২ ম্যাচেই ৬ উইকেট

রিশাদের ঘূর্ণিতে PSL কাঁপছে, ২ ম্যাচেই ৬ উইকেট

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ যেন একেবারে বোলারদের রাজত্বে পরিণত হয়েছে। ব্যাটসম্যানদের চেয়ে বেশি আলো ...

ক্ষেপেছে সাকিব , প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

ক্ষেপেছে সাকিব , প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

দেশের ক্রিকেটে আলোচিত একটি নাম সাকিব আল হাসান। দীর্ঘ দিন ধরে দেশের বাইরে থাকলেও সম্প্রতি ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে