| ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরবে শ্রম বেচাকেনার ফাঁদে ৩১১ বাংলাদেশি

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ জুন ০৯ ০০:৫৫:১০
সৌদি আরবে শ্রম বেচাকেনার ফাঁদে ৩১১ বাংলাদেশি

এদিকে কর্মহীনতার মধ্য দিয়েই এদের কাছ থেকে আদায় করা হয়েছে ইকামা (রেসিডেন্ট পারমিট), পাসপোর্ট ও ভিসা নবায়নসহ অন্যান্য খরচ। এ অবস্থায় দেশটিতে অত্যন্ত মানবেতরভাবে দিনাতিপাত করছেন ৩১১ বাংলাদেশি শ্রমিক।

জানা গেছে, একটি ভিলায় গাদাগাদি করে রাখা হয় সাড়ে তিনশর বেশি শ্রমিককে, যেখানে তাদের জন্য টয়লেট ছিল মাত্র তিনটি। অধিকাংশের বিরুদ্ধে নিয়োগকারী প্রতিষ্ঠান নানা অভিযোগ ইস্যু করে রাখায় তাদের এখন অন্যত্র কাজেরও কোনো সুযোগ নেই। স্থানীয় শ্রম আদালতে এ নিয়ে মামলা করা হলেও, নিয়োগকর্তা প্রতিষ্ঠানের অসহযোগিতায় এর কোনো নিষ্পত্তিও হচ্ছে না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস সূত্রে জানা গেছে, সৌদি আরবের মেসার্স আল নাদা ২০১০ সালে স্থানীয় আরেকটি প্রতিষ্ঠান ইনিশিয়ালের কাছে ৪৫০ জন বাংলাদেশি শ্রমিক ইজারা দেয়।

এ ইজারা কার্যক্রম সম্পন্ন হয় আল নাদার বাংলাদেশি প্রজেক্ট সুপারভাইজার আব্দুল কুদ্দুস চৌধুরীর তত্ত্বাবধানে। দৈনিক ১২ কর্মঘণ্টা কাজের বিনিময়ে ইনিশিয়ালে এসব কর্মীর মাসিক বেতন ধরা হয় পদক্রম অনুসারে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ সৌদি রিয়াল। এর মধ্য থেকেও প্রতি বছর প্রত্যেক কর্মীর কাছ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইকামা নবায়ন বাবদ ৮৫০ রিয়াল, পাসপোর্ট নবায়ন বাবদ ৩০০, ছুটির টিকিট ও ভিসা বাবদ ৩ হাজার ২০০ এবং ফাইনাল এক্সিট বাবদ ২ হাজার ১০০ রিয়াল করে আদায় করতেন আব্দুল কুদ্দুস চৌধুরী।

বর্তমানে চারটি গ্রুপে মোট ৩১১ জন কর্মীর মামলা জেদ্দা লেবার কোর্টে প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে এরই মধ্যে পাঁচটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে এখনো চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গত ৪ মে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাউন্সেলর মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব কর্মীর দুর্ভোগের বিষয়টি বিবেচনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়।

ভুক্তভোগী শ্রমিকদের দুর্ভোগের বিষয়ে কাউন্সেলর মো. আলতাফ হোসেন তার চিঠিতে বলেন, ‘অসহায় কর্মীরা বেকারত্বের কারণে বেতন, খাবার, পানি, বিদ্যুত্ সংযোগের জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে গত জুলাই থেকে আজ অবধি মানবেতর জীবন অতিবাহিত করছে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কনস্যুলেটের পক্ষ থেকে লেবার কোর্টসহ সংশ্লিষ্ট সবাইকে অব্যাহতভাবে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে কনস্যুলেটের সহায়তায় একটি কোম্পানিতে ৬০ জন কর্মীর সাময়িক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া কর্মীরা যাতে স্বেচ্ছায় অন্যত্র ট্রান্সফার হতে না পারেন, সেজন্য নিয়োগকর্তা অধিকাংশ কর্মীর বিরুদ্ধে ‘পলায়ন করা বা হুরুব’-এর অভিযোগ এবং ‘ফাইনাল এক্সিট’ ইস্যু করে রেখেছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জেদ্দার বাংলাদেশি কমিউনিটির সহায়তায় এসব অসহায় শ্রমিকের জন্য খাবার, বিদ্যুৎ ও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।’

সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মিশন ও কল্যাণ) মোহাম্মদ আজহারুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরব সফরকালে এসব শ্রমিকের আশ্রয় নেয়া ভিলাটি পরিদর্শন করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ক্রিকেট

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এই মাত্র পাওয়া: চমক দিয়ে তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেটে আবারও বড় মঞ্চে নামছে বাংলাদেশের যুব দল। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ...

ব্রেকিং নিউজ: আইপিএলের নিলামে ফিরলেন জোফরা আর্চার

ব্রেকিং নিউজ: আইপিএলের নিলামে ফিরলেন জোফরা আর্চার

দীর্ঘ ইনজুরি আর অনুপস্থিতির পর ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার জোফরা আর্চার আবারও আইপিএলের মেগা নিলামে ফিরেছেন। ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের চেনা ছন্দে নেই ফুটবলের পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লাতিন আমেরিকা ...



রে