অবশেষে নিষিদ্ধ হলো পাকিস্তান
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)-কে আবারও নিষিদ্ধ করেছে। ২০১৭ সালের পর এটি তৃতীয়বারের মতো ফিফার নিষেধাজ্ঞার শিকার হলো। পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম থেকে বঞ্চিত হবে এবং ফিফার কোনো সহায়তাও পাবে না।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ফিফা জানায়, পাকিস্তান ফুটবল ফেডারেশন কর্তৃক তাদের প্রস্তাবিত সংবিধান সংশোধনের প্রতি অস্বীকৃতি জানানোয় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিফা দীর্ঘদিন ধরে পাকিস্তানে ফুটবলের গঠনমূলক পরিবর্তন সাধনের জন্য প্রস্তাবনা দিচ্ছিল, তবে পিএফএফ কংগ্রেস তাদের সুপারিশ গ্রহণ করেনি, যার ফলে ফিফা পিএফএফের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে।
ফিফার বিবৃতিতে বলা হয়, "পাকিস্তান ফুটবল ফেডারেশন যে সংশোধিত গঠনতন্ত্র প্রস্তাবিত করেছিল, তা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় পিএফএফকে নিষিদ্ধ করা হলো। এর মাধ্যমে সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম হতো এবং পিএফএফের স্বাভাবিককরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হতো।"
এছাড়া, ফিফা তাদের বিবৃতিতে আরও জানায়, যদি পিএফএফ কংগ্রেস ফিফা এবং এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে অনুমোদন দেয়, তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
পিএফএফের স্বাভাবিককরণ কমিটির চেয়ারম্যান, হারুন মালিক, জানান, "ফিফা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে আমাদের সংবিধানে কিছু পরিবর্তন করতে চেয়েছিল। তবে পিএফএফ কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা ফিফার প্রস্তাব মেনে নেননি।"
নিষেধাজ্ঞার কারণে, পাকিস্তানের কোনো ফুটবল দল আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, এবং পিএফএফ কোনো সহায়তাও পাবে না। এটি পাকিস্তানে ফুটবল সম্পর্কিত কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা তৈরি করবে।
ফিফা যদি ভবিষ্যতে পিএফএফের গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত তাদের সুপারিশ মেনে নেয়ার প্রক্রিয়া দেখে, তবে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। তবে, যতক্ষণ না পর্যন্ত এই সংশোধনী কার্যকর করা হবে, ততদিন পাকিস্তান ফুটবল আন্তর্জাতিক স্তরে কোনো কার্যক্রম চালাতে পারবে না।
- এইমাত্র পাল্টে গেলো বিপিএল ফাইনাল ম্যাচের সময়
- ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা
- BPL 2025 : ফাইনাল ম্যাচের সময় সূচি ঘোষণা
- ধানমণ্ডি ৩২ নাম্বার নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- বাদ পড়ছে শেখ হাসিনার নাম
- ধানমন্ডির ৩২ নম্বর নিয়ে ফেসবুকে পোষ্ট করলেন : আসিফ মাহমুদ
- ভিসা চালু : ২ লাখ শ্রমিক নেয়ার ঘোষণা
- ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ১৪৪ ধারা জারি
- ফাইনালে মাঠে নামার আগে নতুন বিপদে চিটাগাং
- চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
- ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কারন
- দাম কমলো দুইটি জনপ্রিয় মোটরসাইকেলের
- ৮টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত: নৌ উপদেষ্টার ঘোষণা
- বিপিএলের টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ