মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবার সন্ধান মিলেছে
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবার সন্ধান পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি নওগাঁতে শনাক্ত হয়েছে। তবে কৌশলগত কারণে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং অভিযান চলছে। পুলিশের আশা, শিগগিরই তাকে উদ্ধার করা হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুকে সুবার সন্ধান চেয়ে পোস্ট করা হয়। মেয়েটির মা ক্যান্সারে আক্রান্ত এবং সুবা দুই মাস ধরে মায়ের চিকিৎসার জন্য ঢাকার মোহাম্মদপুরে তার ফুফুর বাসায় অবস্থান করছিল।
পুলিশ জানায়, একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় যে, সুবা দুটি ছেলের সঙ্গে সাক্ষাৎ করে, পরে একজন ছেলের সঙ্গে হাত ধরে হেঁটে যায়। সিসি ফুটেজের মাধ্যমে ওই ছেলেটির মোবাইল নম্বর পাওয়া যায়, যা তদন্তে সহায়তা করে।
এ বিষয়ে ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সুবার অবস্থান নওগাঁয় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কৌশলগত কারণে তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, তবে জেলা পুলিশের সহায়তায় শিগগিরই তাকে উদ্ধার করা হবে।
সুবা বরিশালের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত এবং ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। তার বাবা, ইমরান রাজিব জানান, ফুফাতো ভাই রাস্তা পার হওয়ার পর সুবা নিখোঁজ হয়। এরপর জিডি করা হয় এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে তদন্ত শুরু হয়।
এদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সুবা যে ছেলেটির সঙ্গে ছিল, তার সঙ্গে পূর্ব পরিচয়ের জেরেই সুবা তাকে অনুসরণ করেছে। মোবাইল নম্বরের সূত্র ধরেই তদন্ত চলছে এবং পুলিশ আশা করছে, শিগগিরই সুবাকে উদ্ধার করা সম্ভব হবে।
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিপজলকে গ্রেপ্তার করলো র্যাব
- ১০টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ
- সকল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি বার্তা
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী
- চলে যাওয়ার আগে রাজশাহীর বিদেশি ক্রিকেটারের ফেসবুক পোস্ট
- বিপিএলে চমক: বিমানে বাংলাদেশে আসছেন জিমি নিশাম
- আরও ৫টি আসনে ঘোষণা করা হলো জামায়াতের ৫ প্রার্থীর নাম
- প্লে অফে উঠে আরও ক্রিকেটার কিনলো খুলনা টাইগার্স
- আজ রংপুর রাইডার্সের ম্যাচ হারার আসল কারণ
- দুই দলের দফায় দফায় সংঘর্ষ
- ফিরছেন সাকিব আল হাসান
- আকাশেই বিপাকে রাসেল-ডেভিডদের বহনকারী বিমান,পারছে না অবতরন করতে
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর