| ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সৌদি যাওয়ার পথে গুরুতর হয়ে দুবাই হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ৩১ ১১:০২:৫৪
সৌদি যাওয়ার পথে গুরুতর হয়ে দুবাই হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে অসুস্থ হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থতা ও হাসপাতালে ভর্তিবিএনপির সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক জাকির হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৌদির উদ্দেশ্যে রওনা হন বাবর। তার সঙ্গে ছিলেন স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে লাবিব। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিমানটি দুবাই বিমানবন্দরে পৌঁছানোর আগেই বাবর বুকে ব্যথা অনুভব করেন। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দুবাই হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তার চিকিৎসা চলমান। বাবরের স্ত্রী ও দুই মেয়ে ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন। তবে ছেলে লাবিব বাবরের সঙ্গেই রয়েছেন। জাকির হোসেন জানান, বাবর সুস্থ হলে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করবেন। এরপর সপরিবারে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

কারামুক্তি ও পূর্বের অসুস্থতাদীর্ঘ ১৭ বছরের কারাবাসের পর গত ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি খালাস পান।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে ১০ ট্রাক অবৈধ অস্ত্রের চালান জব্দ করা হয়। এ ঘটনায় করা দুটি মামলায় ২০০৭ সালে গ্রেফতার হন বাবর। দীর্ঘ শুনানি শেষে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে মামলাগুলোর আপিল শুনানিতে একে একে খালাস পান তিনি।

কারামুক্তির পর শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন বাবর। গত ১৯ জানুয়ারি কারাগার থেকে মুক্তির তিন দিন পরই তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনাদুবাইয়ে চিকিৎসা শেষে বাবর সৌদি আরবে ওমরাহ পালন করবেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর সপরিবারে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে। বাবরের এই অসুস্থতার খবরে বিএনপির নেতা-কর্মী ও তার শুভানুধ্যায়ীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।

ক্রিকেট

ফেঁসে যাচ্ছেন সাইফউদ্দিন, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্ত শুরু

ফেঁসে যাচ্ছেন সাইফউদ্দিন, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্ত শুরু

বিপিএল ২০২৫-এর আসর শুরু হতে না হতেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে। ...

দিনের শুরুতেই টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

দিনের শুরুতেই টিভিতে আজকের সকল খেলার সময় সূচি

ক্রিকেট গল টেস্ট–৪র্থ দিন শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া সকাল ১০–১৫ মি., সনি স্পোর্টস টেন ৫ বিপিএল ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্স দুপুর ১–৩০ মি., গাজী টিভি ...

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ: ১৯৯২ থেকে এখন পর্যন্ত প্রতিটি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ফুটবলারের তালিকা প্রকাশ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ: ১৯৯২ থেকে এখন পর্যন্ত প্রতিটি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ফুটবলারের তালিকা প্রকাশ

ফুটবল ইতিহাসে এক অনন্য প্রতিযোগিতা ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ...

ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হলেন যিনি

ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হলেন যিনি

ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে উল্লেখ করা হয়েছে, যিনি ২০১৭ ...



রে