| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতারে নতুন সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ৩০ ১০:০৩:৫৬
আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতারে নতুন সিদ্ধান্ত

আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সিদ্ধান্তের কথা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, "সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আসন্ন ইভেন্টগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। গত কয়েকদিনে কিছু অপতৎপরতা লক্ষ্য করা গেছে। তার ভিত্তিতেই গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন।"

তিনি আরও জানান, "বিগত ফ্যাসিস্ট সরকারের নেতারা এখনও ভিন্ন গোষ্ঠীকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এমনকি তারা ফান্ডিং এবং মিছিল সংগঠিত করার পাঁয়তারা করছে। এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে।"

ছাত্রলীগ নিয়ে বিতর্কনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফিরে আসার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, "গতকাল পাওয়া ছবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, এটি পুরনো ছবি অথবা এডিট করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। তবে এর আগে তারা এ ধরনের অনেক কর্মসূচি ঘোষণা করলেও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।"

বিশৃঙ্খলার শঙ্কাযুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। যতক্ষণ না তারা পুরোপুরি নিষ্ক্রিয় (এলিমিনেটেড) হয়, ততক্ষণ এই সম্ভাবনা থেকে যাবে।"

সরকারের প্রস্তুতিআইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়েছে বলে জানান আসিফ মাহমুদ। সামনের সময়গুলো শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সরকারের এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে।

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে