এবার মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

এবার কিরগিজস্তানের সোকুলুকের একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মসজিদের প্রায় ৯০০ বর্গমিটার এলাকা সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। পুড়ে ছাই হয়ে যায় পুরো মসজিদ। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগের বেশ কয়েকটি ইউনিট কাজ করে।
দেশটির বেশ কয়েকটি নিউজ চ্যানেলের বরাতে জানা যায়, আগুনের সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায়। ঘটনাস্থলে দ্রুত চারটি দমকল টিম পাঠানো হয়। এর পাশাপাশি একটি অপারেশনাল গ্রুপ, পানিবাহী ট্রাক, দুইটি অভ্যন্তরীণ নিরাপত্তাদল ও একটি অ্যাম্বুলেন্স টিম আগুন নেভানোর কাজে অংশ নেয়।দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত ভোর ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ক্ষয়ক্ষতির তদন্তে জানা যায়, সৌভাগ্যক্রমে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বর্তমানে কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত করছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী তথ্য প্রকাশ করবে দেশটির মন্ত্রণালয়। মধ্য এশিয়ার প্রাচীন সভ্যতা-সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের দেশ কিরগিজস্তানে গত ২৮ বছরে আড়াই হাজারেরও বেশি মসজিদ নির্মাণ হয়েছে। খবর ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সির। বর্তমানে কিরগিজ ধর্মীয় বিষয়ক কমিশনে ৩২৩৩টি ধর্মীয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রয়েছে। তন্মধ্যে ২৮২২টি ইসলামী সংস্থা, ৩৯৭টি খ্রিষ্টান সংস্থা, ১টি বৌদ্ধ সংস্থা, ১টি ইহুদি সংস্থা ও ১২টি অন্যান্য ধর্মীয় সংস্থা রয়েছে। কিরগিজস্তানের জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম, এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে। এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে।
এরা কিরগিজিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে। উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়। ১৯শ শতকের শেষের দিকে কিরগিজিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়। ১৯২৪ সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায়। ১৯৩৬ সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয়। এটি তখন কিরগিজিয়া নামেও পরিচিত ছিল। ১৯৯১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং ১৯৯৩ সালে নতুন সংবিধান পাস করে।
- ৮ রানে ৬ উইকেট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড
- ভারতে আ’লীগ নেতাকর্মীদের জালজালিয়াতিতে অতিষ্ঠ কলকাতার প্রশাসন
- প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত
- বড় সুখবর, ১০ লাখ শ্রমিক নিতে চাই যে দেশ
- হঠাৎ একি হলো পেঁয়াজের বাজারে
- স্বর্ণের দাম নিয়ে ভবিষ্যদ্বাণী, দেখেনিন দাম কমবে না বাড়বে
- বাংলাদেশকে নিয়ে সুর পাল্টালো ভারত
- ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজপথে দলীয় কর্মীরা
- জর্দা না সিগারেট, মানুষের শরীরের জন্য সবচেয়ে ক্ষতি করে কোনটি, বাঁচতে চাইলে জেনেনিন
- দুপুরের মধ্যেই ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ের শঙ্কা
- আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- মাঠে নামার আগে নাহিদ রানাকে চরম অপমান করলেন জিম্বাবুয়ের অধিনায়ক
- তালিকায় রয়েছে ড. ইউনূস ও ট্রাম্প
- টাকা লুটের মেশিন বন্ধ থাকায় দিশেহারা 'সাড়ে হাজারের' হাসিনা পুত্র জয়
- লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস: ম্যাচ শুরুর সময়, একাদশ ও পরিসংখ্যান