| ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ধর্মের দিকে মনোযোগী হয়ে ‘মিডিয়া ছাড়ছেন’ খবরের জবাব দিলেন তামিম মৃধা

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ২৫ ২০:১০:৫১
ধর্মের দিকে মনোযোগী হয়ে ‘মিডিয়া ছাড়ছেন’ খবরের জবাব দিলেন তামিম মৃধা

ইউটিউব থেকে মডেলিং এবং পরবর্তীতে অভিনয়ে এসে পরিচিতি পাওয়া তামিম মৃধা সম্প্রতি ধর্মের দিকে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ছড়িয়েছে, আর সেই সূত্রে তিনি মিডিয়া ও অভিনয় ছাড়ছেন—এমন গুজবও রটেছে। তবে এসব খবরের তীব্র বিরোধিতা করেছেন তামিম মৃধা।

শনিবার দুপুরে একটি বেসরকারী টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম মৃধা জানিয়েছেন, তিনি মিডিয়া ছাড়ছেন না। “আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। যারা এসব নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, তারা আমার সঙ্গে আলোচনা না করেই মনগড়া তথ্য প্রকাশ করছেন,” বলেন তামিম। তিনি আরও বলেন, "এটা ঠিক একই ঘটনা, যখন আমার বিয়ের আগে এমন অনেক ভুল খবর প্রচার হয়েছিল।"

এদিকে, শুক্রবার তামিমের বড় ভাই সাকিব এম তালহা তার ফেসবুকে এক পোস্টে লিখেন, "আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি, আপনারা তাকে সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।"

এ বিষয়ে তামিম মৃধা বলেন, "সে আমার ভাই, ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। তবে, নিউজ করার আগে কারো সঙ্গে কথা না বলে এমন পোস্ট করা উচিত নয়।"

তামিম মৃধা তার ইউটিউব পডকাস্ট ‘দ্য মেসেজ’ চালু করেছেন, যেখানে ইসলামিক শিক্ষা এবং ইয়ুথদের মাঝে ইসলাম নিয়ে সৃষ্ট ভুল ধারণা নিয়ে আলোচনা হয়। তিনি জানান, এই শো শুরু করতে তিনি গত সাত-আট মাস ধরে গবেষণা করেছেন।

"আমি মিডিয়া ছাড়ার কথা কখনও বলিনি। যে পডকাস্ট করছি, সেটা ভালো কাজ; তবে, যদি ভবিষ্যতে ভালো স্ক্রিপ্ট আসে, তবে অভিনয় করার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই," বলেন তামিম। তিনি আরও বলেন, “মিডিয়া ছাড়ছি কিনা—এমন প্রশ্ন আসলে এমন, যেমন আমি ভাত খাই এবং এখন কেউ প্রশ্ন করবে, ‘ভাত খাওয়া ছেড়ে দেবো?’"

তামিম আরও জানান, কোভিডের পর থেকে মনোযোগ কমিয়ে দিয়ে তিনি চাকরি এবং ব্যবসায় বেশি সময় দিয়েছেন। তবে, ভবিষ্যতে কাজের সুযোগ হলে তিনি মিডিয়ায় ফিরতে প্রস্তুত আছেন।

"আমি কনটেন্ট বানাবো, ব্র্যান্ড এনডোর্স করবো, এবং সোশ্যাল মিডিয়াতে কোরআন ও সুন্নাহর আদর্শে ভিত্তিক ভালো কনটেন্ট তৈরি করার চেষ্টা চালিয়ে যাবো," বলেন তামিম।

তামিম মৃধা ক্যারিয়ারের শুরুতে গান করতেন এবং ‘গান ফ্রেন্ডস’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বেশ কয়েকটি টিভিসি এবং প্রথমসারীর নির্মাতাদের নাটকে অভিনয় করেছেন।

ক্রিকেট

বিপিএলে অবিশ্বাস্য ঘটনা : বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, যা বলছে বিসিবি

বিপিএলে অবিশ্বাস্য ঘটনা : বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, যা বলছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে আজ দেখা গেল এক নজিরবিহীন ঘটনা। নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচে ...

রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলো বিসিবি

রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলো বিসিবি

এবারের বিপিএলে পেমেন্ট ইস্যুতে বারবার সমালোচনার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। তবে আজকের ঘটনা সবকিছুকেই ছাপিয়ে ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

গোল,গোল,গোল ৬-০ গোলে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ

গোল,গোল,গোল ৬-০ গোলে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ

সিনিয়র দল হোক কিংবা যুব দল, যেকোনো পর্যায়েই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যেন বিশেষ উত্তাপ ছড়ায়। ...



রে