ভারতের ১০ সংসদ সদস্যকে বহিষ্কার
‘জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) বৈঠক চলাকালীন সময়ে বিশৃঙ্খলার অভিযোগে ভারতে একসঙ্গে ১০ সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, কল্যাণ ব্যানার্জি (তৃণমূল কংগ্রেস), মোহাম্মদ জাভেদ (কংগ্রেস), এ রাজা (ডিএমকে), আসাদুদ্দিন ওয়াইসি (এআইএমআইএম), নাসির হোসেন (কংগ্রেস), মোহিবুল্লাহ (সমাজবাদী পার্টি), এম আব্দুল্লাহ (ডিএমকে), অরবিন্দ সাবন্ত (শিবসেনা, উদ্ধব ঠাকরে গোষ্ঠী), নাদিমুল হক (তৃণমূল) ও ইমরান মাসুদ (কংগ্রেস)।
শুক্রবার (২৪ জানুয়ারি) ওয়াকফ আমেন্ডমেন্ট বিল-২০২৪ নিয়ে আলোচনার জন্য জেপিসির বৈঠক ডাকা হয়েছিল দিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে। সেই বৈঠকেই বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলের ১০ সাংসদকে একদিনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।
আজ সকাল ১১ টায় বৈঠক শুরুর পর থেকেই হট্টগোল শুরু হয়। খসড়ায় প্রস্তাবিত পরিবর্তন নিয়ে খুঁটিয়ে দেখার জন্য তাদের পর্যাপ্ত সময় দেয়া হয়নি বলে দাবি করেন বিরোধী দলের সদস্যরা।
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জম্মু ও কাশ্মীরের ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলের মতামত শোনার কথা ছিল জিপিসি'র যৌথ কমিটির। কিন্তু বিরোধী সাংসদদের অভিযোগ যে, দিল্লি বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি সংসদে ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট তাড়াতাড়ি পেশ করার জন্য জোর দিচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ তৈরি হয় এবং একসময় ওই বৈঠক মুলতবি করে দিতে বাধ্য হয়। এরপর পুনরায় বৈঠক শুরু হওয়ার পর মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত হলেও বৈঠক চালানোর উপযুক্ত পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং নাসির হোসেনের অভিযোগ এই কমিটি এবং তাদের কার্যক্রম একটা প্রহসনে পরিণত হয়েছে।
পরে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জী বিরোধী কণ্ঠকে দমিয়ে রাখার অভিযোগ তুলে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা বারবার ৩০ এবং ৩১ জানুয়ারি জেপিসি'র সভা করার জন্য অনুরোধ করেছি, কিন্তু আমাদের সেই অনুরোধ উপেক্ষা করা হয়েছে। গতরাতে আমরা যখন দিল্লিতে নামলাম, বৈঠকের বিষয়বস্তু পাল্টে গেল। প্রাথমিকভাবে, আমাদের জানানো হয়েছিল যে প্রতিটি ধারা অনুসারে সভাটি চলবে। কিন্তু ভিতরে যা ঘটছে তা একটি অঘোষিত জরুরি অবস্থার মতো। দিল্লি নির্বাচনের কারণে তারা তাড়াহুড়ো করছে- এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চেয়ারম্যান কারো কথা শোনেন না, মনে হয় ‘জমিদারি’। তারা বিরোধী দলের সদস্যদের প্রতি কোনো সম্মান দেখায় না। এই জেপিসি কার্যত প্রহসনে পরিণত হয়েছে।
যদিও, সংসদীয় গণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও গন্ডগোল তৈরির জন্য বিরোধীদের নিন্দা করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনিই প্রথম বিরোধী সাংসদদের সাময়িক বরখাস্ত করার প্রস্তাব উত্থাপন করেন এবং পরবর্তীতে যা প্যানেল দ্বারা অনুমোদিত হয়েছিল।
‘ওয়াকফ আমেন্ডমেন্ট বিল-২০২৪’ সম্পর্কিত জেপিসি'র বৈঠক নিয়ে এর আগেও একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়েছে। গত বছরের অক্টোবর মাসেই জেপিসি বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলীর মধ্যে বচসা বাঁধে। এরপরই রাগের বহিঃপ্রকাশ হিসাবে কাঁচের বোতল ভেঙে কমিটির চেয়ারম্যানের দিকে ছুড়ে মেরেছিলেন কল্যাণ ব্যানার্জি। ওই ঘটনায় হাতে আঘাত পেয়েছিলেন কল্যাণ।
- হঠাৎ করে যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান
- ব্রেকিং নিউজ : আজ ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- অবাক ক্রিকেটবিশ্ব : বিপিএল ইতিহাসে এটাই প্রথম এমন হাফসেঞ্চুরি
- শাহাজালাল বিমান বন্দরে ঘটে গেলো অনাকাঙ্খিত ও অবিশ্বাস্য ঘটনা ভিডিও ভাইরাল
- শাহজালাল বিমানবন্দরে বিমানটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বা হিনী, নিরাপত্তা জোরদার
- সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অনেক বড় সুখবর
- বেড়েছে সৌদি রিয়াল রেট, আজ ১৯ /০১/২০২৫, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট
- সিলেটে র ণ ক্ষে ত্র: পুলিশ সদস্যসহ ১২ জন
- এবার প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের
- এইমাত্র পাওয়া : ৩০ মিনিট ঠিকতে পারলেন না প্রেসিডেন্ট ট্রাম্প
- সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- এইমাত্র পাওয়া : মারা গেলেন জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য
- সিঙ্গাপুর ডলারের রেটের বড় পরিবর্তন, দেখে নিন আজকের রেট কত
- চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরছেন লিটন, কপাল পুড়ছে যার
- গোল,গোল,গোল ৬-০ গোলে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ