| ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

সিলেটে র ণ ক্ষে ত্র: পুলিশ সদস্যসহ ১২ জন

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ২১ ২০:২৮:৪৫
সিলেটে র ণ ক্ষে ত্র: পুলিশ সদস্যসহ ১২ জন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ কেনাকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেট-ঢাকা মহাসড়কের টুকেরগাঁও বৌবাজার এলাকায় এই সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের কারণে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি নয়াগাঙ্গেরপাড় গ্রামের বাসিন্দা সম্রাট নামের এক ব্যক্তি বৌবাজারে মাছ কিনতে যান। সেখানে মাছের দাম নিয়ে তার সঙ্গে ইসলামপুর গ্রামের শাহ আলমের কথা কাটাকাটি হয়। সেই তুচ্ছ ঘটনা ধীরে ধীরে দুই গ্রামের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও পরিস্থিতি শান্ত হয়নি। মঙ্গলবার সকালে নয়াগাঙ্গেরপাড় গ্রামের লোকজন বৌবাজারে এলে ইসলামপুর ও বৌবাজার এলাকার লোকজন তাদের বাধা দেয়। এতে তিন গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ শুরু হওয়ার পর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত তিন গ্রামের মানুষ একে অপরের দিকে ইটপাটকেল ছোড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। সংঘর্ষের সময় সিলেট-ঢাকা মহাসড়কের টুকেরগাঁও এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় জানিয়েছেন, সংঘর্ষে আহত ১২ জন তাদের কাছে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন, যারা পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের আঘাতে আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

সংঘর্ষ থামলেও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বৌবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সালিশি বৈঠক বা প্রশাসনিক উদ্যোগ আরও জোরদার হওয়া প্রয়োজন। এছাড়া এমন সংঘর্ষ এড়াতে গ্রামবাসীদের মধ্যেও সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরছেন লিটন, কপাল পুড়ছে যার

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরছেন লিটন, কপাল পুড়ছে যার

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস আবারও নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণ করেছেন। সাকিব আল ...

বিপিএল পয়েন্ট টেবিল: জমজমাট শেষ চারের লড়াই

বিপিএল পয়েন্ট টেবিল: জমজমাট শেষ চারের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জমে উঠেছে। শ্বাসরুদ্ধকর ম্যাচগুলো দিয়ে আসর যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময় সূচি

সম্প্রতি কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব রীতিমতো ...



রে