চার ছক্কার ঝড়ে বিপিএলে শেষ হলো ৩৯৫ রানের বরিশাল ও রাজশাহীর অবিশ্বাস্য ম্যাচ,জেনেনিন ফলাফল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইয়াসির আলী রাব্বি ও এনামুল হক বিজয়। দুজনের ১৪০ রানের জুটিতে ভড় করে ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৭ রান সংগ্রহ করেছে দুর্বার রাজশাহী। এর মধ্যে ইয়াসির একাই অপরাজিত ইনিংস খেলেছেন ৯৪ রানের। ৮ ছক্কা ও ৭টি চারে সাজানো ছিল তার ইনিংস। এ ছাড়া বিজয়ের ব্যাট থেকে এসেছে ৬৫ রানের ইনিংস। যদিও খরুচে বোলিংয়ের কারণে এই ম্যাচও হারতে হয়েছে রাজশাহীকে। বরিশালকে এই ম্যাচে জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ। এই দুজনের মারকুটে ব্যাটিংয়ের কাছে পাত্তাই পাননি রাজশাহীর বোলাররা। দুজনের জুটি ৮৮ রানে অবিচ্ছিন্ন ছিল। মাহমুদউল্লাহ ৫৬ ও ফাহিম ৫৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে বরিশালকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বরিশাল। ১২ রানেই তারা হারিয়ে ফেলে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে। শান্তকে রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন জিসান আলম। ইনিংসের প্রথম বলে টসড আপ ডেলিভারিতে পা বাড়িয়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন শান্ত। আর তামিম শিকার হয়েছেন তাসকিন আহমেদের। এই পেসারকে ফ্লিক করতে গিয়ে বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন তিনি। ফিরতি ওভারে তাসকিন ফিরিয়েছেন ৬ রান করা কাইল মেয়ার্সকেও। তিনি পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন রায়ান বার্লের হাতে।
ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিমও। তিনি হাসান মুরাদের বলে সুইপ করতে গিয়ে এজ হয়ে ক্যাচ দেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে লাহিরু সামারাকুনের হাতে। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি আরেক ব্যাটার তাওহীদ হৃদয়। তিনিও শিকার হন মুরাদের। লেংথ বলে উড়িয়ে মারতে গিয়ে শর্ট থার্ড ম্যানে সেই সামারাকুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন শাহীন আফ্রিদি। তবে তাকে ইনিংস বড় করতে দেননি তাসকিন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মেরেছিলেন শাহীন। সীমানায় তার ক্যাচ নিয়েছেন তানভির ইসলাম। ফলে ১৭ বলে ২৭ রানে শেষ হয়েছে আফ্রিদির ইনিংসে। তার ইনিংস জুড়ে ছিল ৩টি ছক্কা ও একটি চারের মার। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা মাহমুদউল্লাহ ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ইনিংস জুড়ে ৪টি ছক্কার সঙ্গে ছিল ৫টি চারও। ঝড়ো ব্যাটিং করেছেন ফাহিমও তিনি অপরাজিত ছিলেন ৫৪ রান নিয়ে। ৭টি ছক্কায় ও একটি চারে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। এই দুজনের ব্যাটে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি দুর্বার রাজশাহীর। দ্বিতীয় ওভারেই আউট হয়েছেন দলটির ওপেনার জিসান আলম। তিনি কাইল মেয়ার্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন শূন্য রানে।
এরপর ১৩ রান করা মোহাম্মদ হারিস আউট হয়েছেন মেয়ার্সের বলেই তাকে ক্যাচ দিয়ে। মেয়ার্স করেছিলেন স্লোয়ার বল সেই বল সোজা ব্যাটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন তিনি বোলারের। এরপর দলটির হাল ধরেন অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী।
এই দুজনের জুটি ছাড়িয়ে যায় পঞ্চাশ। ফাহিম আশরাফকে মিড অফ দিয়ে চার মেরে ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়। খানিক বাদে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইয়াসিরও। অবশ্য বেশিদূর এগোতে পারেননি বিজয়। তিনি ফাহিম আশরাফের লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ৬৫ রানে।
এর ফলে ইয়াসিরের সঙ্গে তার জুটি ভেঙেছে ১৪০ রানে। এরপর রায়ান বার্লকে নিয়ে রাজশাহীর রান বাড়াতে থাকেন ইয়াসির। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৪ রানে। শেষ পর্যন্ত বার্ল অপরাজিত থাকেন ৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর- দুর্বার রাজশাহী- ১৯৭/৩ (২০ ওভার) (হারিস ১৩, বিজয় ৬৫, ইয়াসির ৯৪*; মেয়ার্স ২/১৩, ফাহিম ১/৪২) ফরচুন বরিশাল- ২০০/৬ (১২.২ ওভার) (শান্ত ০, তামিম ৭, হৃদয় ৩২, মেয়ার্স ৬, মুশফিক ৬, আফ্রিদি ২৭, মাহমুদউল্লাহ ৫৬*, ফাহিম ৫৪*) (মুরাদ ২/৪২, তাসকিন ৩/২১)
- ৮ রানে ৬ উইকেট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড
- ভারতে আ’লীগ নেতাকর্মীদের জালজালিয়াতিতে অতিষ্ঠ কলকাতার প্রশাসন
- প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত
- বড় সুখবর, ১০ লাখ শ্রমিক নিতে চাই যে দেশ
- হঠাৎ একি হলো পেঁয়াজের বাজারে
- স্বর্ণের দাম নিয়ে ভবিষ্যদ্বাণী, দেখেনিন দাম কমবে না বাড়বে
- বাংলাদেশকে নিয়ে সুর পাল্টালো ভারত
- ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজপথে দলীয় কর্মীরা
- জর্দা না সিগারেট, মানুষের শরীরের জন্য সবচেয়ে ক্ষতি করে কোনটি, বাঁচতে চাইলে জেনেনিন
- দুপুরের মধ্যেই ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির ঝড়ের শঙ্কা
- আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- তালিকায় রয়েছে ড. ইউনূস ও ট্রাম্প
- মাঠে নামার আগে নাহিদ রানাকে চরম অপমান করলেন জিম্বাবুয়ের অধিনায়ক
- টাকা লুটের মেশিন বন্ধ থাকায় দিশেহারা 'সাড়ে হাজারের' হাসিনা পুত্র জয়
- লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস: ম্যাচ শুরুর সময়, একাদশ ও পরিসংখ্যান