| ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

প্রতিশোধ নিলেন না, উদারতা দেখালেন ইশরাক

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ডিসেম্বর ১৯ ০১:৫৩:৫৩
প্রতিশোধ নিলেন না, উদারতা দেখালেন ইশরাক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নজিরবিহীন উদারতার পরিচয় দিয়েছেন। নিজের ওপর হামলার প্রতিশোধ না নিয়ে তিনি উল্টো হামলাকারীকে ক্ষমা করে দিয়ে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পুরনো ঘটনার সূত্র২০২২ সালের ৪ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হামলার শিকার হন ইশরাক হোসেন। ওই ঘটনায় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। যদিও সে সময় পুলিশ মামলা নেয়নি, পরবর্তীতে আদালতে মামলা করেন ইশরাক।

মামলার এজহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইনুদ্দীন।

শিক্ষার্থীদের অনুরোধে উদার সিদ্ধান্তমঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা মাইনুদ্দীনকে ধরে রাজধানীর কোতোয়ালী থানায় সোপর্দ করেন। আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে মাইনুদ্দীনের বন্ধুরা ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তারা তার বাসায় গিয়ে তাকে না পেয়ে পরে কোতোয়ালী থানার সামনে অবস্থান নেন এবং ভিডিও কলের মাধ্যমে ইশরাকের সঙ্গে কথা বলেন।

সেই সময় শিক্ষার্থীরা ইশরাক হোসেনের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বন্ধুকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। মাইনুদ্দীনও নিজের ভুল স্বীকার করে বলেন, ওই হামলার ঘটনায় তিনি অনিচ্ছাকৃতভাবে অংশ নিয়েছিলেন। একইসঙ্গে চলমান ছাত্র-জনতার আন্দোলনে তার ভূমিকার কথাও উল্লেখ করেন তারা।

শিক্ষার্থীদের অনুরোধ এবং মাইনুদ্দীনের অনুশোচনা বিবেচনায় নিয়ে ইশরাক হোসেন মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি পুলিশকে অভিযুক্ত মাইনুদ্দীনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

ইশরাকের বক্তব্যঘটনার বিষয়ে ইশরাক হোসেন বলেন, “২০২২ সালে আমার ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল, তাতে ছাত্রলীগের কর্মীরা আমার গাড়ি ভাঙচুর করেছিল এবং অনেক নেতাকর্মী আহত হয়েছিল। তবে এই ছেলেটি (মাইনুদ্দীন) তার ভুল স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। ছাত্র-জনতার চলমান আন্দোলনে তার ভূমিকার বিষয়টি বিবেচনা করে আমি তাকে ক্ষমা করেছি। তবে ছাত্রলীগ নিয়ে আমার অবস্থান কঠোর।”

পুলিশের বক্তব্যকোতোয়ালী থানার ওসি তদন্ত নাসির উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের অনুরোধে এবং বাদী ইশরাক হোসেনের অভিযোগ প্রত্যাহারের কারণে আমরা মাইনুদ্দীনকে ছেড়ে দিয়েছি।”

উদারতার দৃষ্টান্তইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এই মহানুভবতা ও উদারতা প্রমাণ করে যে প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও সহানুভূতিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। তার এই পদক্ষেপ ছাত্র রাজনীতির গুণগত মান বৃদ্ধিতে অনুপ্রেরণা হয়ে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

দিনের শুরুতেই দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

দেশি-বিদেশি ক্রীড়াঙ্গনের সূচিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ক্রিকেট অঙ্গনে রয়েছে ব্যস্ততা। এর মধ্যে অনূর্ধ্ব১৯ নারী এশিয়া ...

আইপিএল থেকে এলো মুস্তাফিজের জন্য অবাক হওয়ার মতো খবর

আইপিএল থেকে এলো মুস্তাফিজের জন্য অবাক হওয়ার মতো খবর

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। সেই লক্ষ্যে এরই মধ্যে ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

অবাক ফুটবল বিশ্ব : মেসি ও রোনালদোকেও টপকে গেলেন ইয়ামাল

অবাক ফুটবল বিশ্ব : মেসি ও রোনালদোকেও টপকে গেলেন ইয়ামাল

২০২৪ সালে গ্লোবাল স্কেলে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ ...



রে