| ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপির হয়ে নতুন ঘোষণা দিলেন তারেক রহমান

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ ডিসেম্বর ১০ ২০:৩১:১২
বিএনপির হয়ে নতুন ঘোষণা দিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম, খুন এবং নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি। তারা ১৫ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন, অথচ দেশের জনগণ এখনও বিএনপির দিকেই তাকিয়ে আছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপির প্রতি দেশের অধিকাংশ মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। তবে এই আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমাদের কথা ও আচার-আচরণ এমন হতে হবে, যা অন্যকে আকৃষ্ট করে।”

তিনি আরও বলেন, দেশে জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তখন আর লন্ডন-আমেরিকার উদাহরণ দিতে হবে না।

তারেক রহমান বলেন, “৩১ দফা মূলত দেশ ও দেশের মানুষের জন্য কী করতে চাই তার তালিকা। যখন স্বৈরাচার সরকারের বিদায়ের কোনো নিশ্চয়তা ছিল না, তখনও আমরা এটি ঘোষণা করেছিলাম। আমাদের মূল উদ্দেশ্য দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।”

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে। এই দুর্নীতি থেকে মুক্তি পেতে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই সচেতন করে গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, “আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির জন্য জীবন দিয়েছেন। আমার মা খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে নির্যাতনের শিকার হয়েছেন। আমার ভাই আরাফাত রহমান কোকো ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হয়েছেন। দেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবার একই রকম নির্যাতনের শিকার হয়েছেন।”

প্রশিক্ষণ কর্মশালায় এক নেতার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাকে উন্নত করতে হবে। যানজট সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। দলীয় কর্মীদের বিষয়ে তিনি বলেন, আদর্শ দিয়ে কর্মীদের দলে ধরে রাখতে হবে, কোনো কিছু দিয়ে নয়।

কুমিল্লা বিভাগীয় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা যাবে না। রাষ্ট্র মেরামত ও সংস্কারের কাজ নির্বাচিত সরকারের অধীনেই যথাযথভাবে করা সম্ভব হবে।”

কর্মশালায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

সেলিম ভূঁইয়া (কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক),

ডা. মওদুদ আলমগীর পাভেল (মিডিয়া সেলের আহ্বায়ক),

ড. মাহাদী আমিন (তারেক রহমানের উপদেষ্টা),

রেহানা আক্তার বানু (সহ-প্রশিক্ষণ সম্পাদক),

মনিরুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা),

আবুল কালাম আজাদ (শিল্প বিষয়ক সম্পাদক),

হাজি আমিনুর রশীদ ইয়াছিন (ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম ভূঁইয়া, এবং সমন্বয় করেন বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণে উঠে আসে দেশের রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা ও দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মকে সচেতন করার আহ্বান। কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আদর্শিক শক্তি জাগিয়ে তোলার বার্তা দেন তিনি।

ক্রিকেট

বাদ পড়লো মিরাজ, শান্ত,পাল্টে গেলো সবকিছু :নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বাংলাদেশ

বাদ পড়লো মিরাজ, শান্ত,পাল্টে গেলো সবকিছু :নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ব্যাটিং ঝড় : ৪১২ রানের ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ব্যাটিং ঝড় : ৪১২ রানের ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রেকর্ড রান ও রোমাঞ্চকর মুহূর্তের জন্ম দিল ঢাকা ...

ফুটবল

১৭ বছর পর মেসির সাথে এমন ঘটনা ঘটলো

১৭ বছর পর মেসির সাথে এমন ঘটনা ঘটলো

দীর্ঘ ১৭ বছর পর ফিফপ্রো'র বর্ষসেরা একাদশে জায়গা করতে না পারা লিওনেল মেসির জন্য একটি ...

হাইভোলটেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা,জেনেনিন সময়

হাইভোলটেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা,জেনেনিন সময়

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই যেন বিশেষ একটি উত্তেজনা তৈরি করে। দুই দেশের ফুটবল ...



রে