বিশাল লজ্জার রেকর্ড: ওয়ানডেতে ইতিহাসের সর্বনিন্ম রানে অল-আউট ভারত
ভারতীয় ক্রিকেটের জন্য এটি ছিল এক হতাশার দিন। অস্ট্রেলিয়ার মাটিতে নারী দলের প্রথম ওয়ানডে ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে হারমানপ্রীত কৌরের দল। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ভারত মাত্র ১০০ রানেই অলআউট হয়ে যায়, যা গত ১২ বছরে তাদের ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রানে অলআউট হওয়ার পর এত কম রানে গুটিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম।
ম্যাচের তৃতীয় ওভার থেকেই ভারতের ধসের শুরু। ইনিংসের অন্যতম ভরসা স্মৃতি মান্ধানা মেগান শ্যুটের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর ক্রিজে আসা প্রিয়া পুনিয়া শুরু থেকেই সংগ্রাম করছিলেন। অন্যদিকে হারলিন দেওল কিছুটা ইতিবাচক ব্যাটিং করলেও দলকে টেনে নিতে পারেননি। শ্যুটের আরেকটি আঘাতে প্রিয়া ফেরার পর হারলিনকেও ১৯ রানের মাথায় থামিয়ে দেন অ্যাশলে গার্ডনার।
অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং জেমিমাহ রদ্রিগেজ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন। তবে হারমানপ্রীত ১৭ রানে এবং জেমিমাহ ২৩ রানে আউট হলে পুরো ইনিংস ভেঙে পড়ে। একপর্যায়ে স্কোর ছিল ৮৯ রানে ৪ উইকেট। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ভারতের বাকি ৬ উইকেট হারিয়ে দল অলআউট হয়ে যায়।
ভারতের লোয়ার অর্ডার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দেয়। শেষ তিন ওভারে কোনো রান তুলতে না পারায় তাদের ইনিংস ৩৪.৩ ওভারে ১০০ রানেই থেমে যায়।
অস্ট্রেলিয়ার হয়ে মেগান শ্যুট ছিলেন অপ্রতিরোধ্য। ৮.৩ ওভারে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। পাশাপাশি গার্ডনার, কিম গ্রাম, অ্যানাবেল সাদারল্যান্ড, এবং অ্যালানা কিং প্রত্যেকেই নেন একটি করে উইকেট। তাদের বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি।
ভারতের ১০০ রানে অলআউট হওয়া তাদের সাম্প্রতিক সময়ের ব্যাটিং দুর্বলতারই প্রমাণ। এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রানে অলআউট হওয়া ছিল তাদের সর্বনিম্ন স্কোর। এই ম্যাচে সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে আবারও নিজেদের ব্যাটিংয়ের সীমাবদ্ধতা স্পষ্ট করল ভারতীয় নারী দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শুরুতেই এমন ব্যর্থতা দলের মনোবলে বড় আঘাত হানতে পারে। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচে দল কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ায়।
- বিয়ের দুদিন পরেই সারজিসের জীবনে নেমে এলো শোকের ছায়া
- পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের
- সৌদি, কাতার, ও ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ঢাকার অবস্থা ভয়াবহ খারাপ
- ফিরছেন সাকিব আল হাসান
- অ্যান্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেছে খুলনা টাইগার্স
- এভাবে মাঠে নামিয়ে দেয়া উচিত হয়নি : আশরাফুল
- ভারতীয় ভিসা চালু নিয়ে ভারতীয় দূতাবাসের বিশেষ বার্তা
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার
- বেড়ে গেলো সৌদি রিয়াল রেট
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিলেন তাওহীদ হৃদয়
- বেড়ে গেলো মালয়েশিয়ান রিংগিত রেট
- দেখা মিলল পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর
- গোল্ডেন ভিসা দেয়ার সিদ্ধান্ত আরব আমিরাতের