| ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এক ওভারে ২৫ রান দিলেন সাকিব

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ নভেম্বর ২৬ ১৬:০৩:০৬
এক ওভারে ২৫ রান দিলেন সাকিব

আবুধাবির টি-টেন লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এ দিন বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবুও দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে তার দল।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দশ ওভারে ছয় উইকেটে ১২৩ রান করে দিল্লি। লিভিংস্টোনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে দিল্লির দেয়া ১২৪ রান ছুঁয়ে ফেলে বাংলা টাইর্গাস। লক্ষ্য তারা করতে নেমে হজরতুল্লাহ জাজাই খেলেন ২৪ রানের ইনিংস।

১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শানাকা। এরপরের গল্পটা শুধুই লিয়াম লিভিংস্টোনের। মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তোলেন তিনি, জেতান দলকেও। দারুণ ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।

এ দিন ব্যাটিংয়েই নামতে হয়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। এর আগে দিল্লির দুই ওপেনার শুরুতেই বিদায় নেন। জেমস ভিন্স এবং রভম্যান পাওয়েল ঝড়ো গতিতে রান বাড়াতে থাকেন। এ দিন চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব।

তার প্রথম বলেই ছক্কা হাঁকান পাওয়েল। পরের বলে আবারও ছয় হাঁকান ক্যারিবিয়ান এই ব্যাটার। তৃতীয় বলে পাওয়েল সিঙ্গেলস নিলেও ওভারটি বাজেভাবে শেষ করেন সাকিব। কেননা ভিন্স স্ট্রাইকে গিয়ে শেষ তিন বলে তিনটি চার হাঁকান।

সাকিবের এক ওভার থেকেই এই দুই ব্যাটার তোলেন ২৫ রান। শেষ দিকে দাসুন শানাকার এক ওভার থেকে দেন ৩৩ রান। দিল্লির হয়ে ১৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নিখিল চৌধুরি। বাংলা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড পাইন ও জশুয়া লিটল। দুই ওভারে মাত্র চার রান খরচায় এক উইকেট নেন রশিদ খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে মুস্তাফিজের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে মুস্তাফিজের বিশ্বরেকর্ড

শারজাহতে ম্যাচে আরব আমিরাত টিকে ছিল অনেকটা সময় পর্যন্ত। তবে মুস্তাফিজুর বারবারই ম্যাচটা টেনে এনেছিলেন ...

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের ম্যাচ সংখ্যা বাড়াল বিসিবি

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের ম্যাচ সংখ্যা বাড়াল বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল, তবে এবার ...

ফুটবল

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেয়েছে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...