| ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এক ওভারে ২৫ রান দিলেন সাকিব

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ নভেম্বর ২৬ ১৬:০৩:০৬
এক ওভারে ২৫ রান দিলেন সাকিব

আবুধাবির টি-টেন লিগে টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। এ দিন বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবুও দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়েছে তার দল।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দশ ওভারে ছয় উইকেটে ১২৩ রান করে দিল্লি। লিভিংস্টোনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে দিল্লির দেয়া ১২৪ রান ছুঁয়ে ফেলে বাংলা টাইর্গাস। লক্ষ্য তারা করতে নেমে হজরতুল্লাহ জাজাই খেলেন ২৪ রানের ইনিংস।

১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শানাকা। এরপরের গল্পটা শুধুই লিয়াম লিভিংস্টোনের। মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তোলেন তিনি, জেতান দলকেও। দারুণ ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি।

এ দিন ব্যাটিংয়েই নামতে হয়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। এর আগে দিল্লির দুই ওপেনার শুরুতেই বিদায় নেন। জেমস ভিন্স এবং রভম্যান পাওয়েল ঝড়ো গতিতে রান বাড়াতে থাকেন। এ দিন চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব।

তার প্রথম বলেই ছক্কা হাঁকান পাওয়েল। পরের বলে আবারও ছয় হাঁকান ক্যারিবিয়ান এই ব্যাটার। তৃতীয় বলে পাওয়েল সিঙ্গেলস নিলেও ওভারটি বাজেভাবে শেষ করেন সাকিব। কেননা ভিন্স স্ট্রাইকে গিয়ে শেষ তিন বলে তিনটি চার হাঁকান।

সাকিবের এক ওভার থেকেই এই দুই ব্যাটার তোলেন ২৫ রান। শেষ দিকে দাসুন শানাকার এক ওভার থেকে দেন ৩৩ রান। দিল্লির হয়ে ১৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নিখিল চৌধুরি। বাংলা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড পাইন ও জশুয়া লিটল। দুই ওভারে মাত্র চার রান খরচায় এক উইকেট নেন রশিদ খান।

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...