2025 IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম শুরু। এবারের নিলাম হবে সৌদি আরবের জেড্ডায়, যেখানে রবিবার ও সোমবার দুই দিন ধরে দলগুলো তাদের স্কোয়াড সাজাতে ব্যস্ত থাকবে। কোন দল কাকে কিনবে, সেই কৌতূহল এখন তুঙ্গে।
কোন দলের কাছে কত টাকা বাকি
নিলামে এখনও পর্যন্ত ১২ জন ক্রিকেটার বিক্রি হয়েছেন। রবিবার আরও ৭২ জন নিলামে উঠবেন। এখন সবচেয়ে বেশি টাকা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পকেটে। তাদের বাকি আছে ৭৪ কোটি ২৫ লক্ষ টাকা।
বাকি দলগুলির কাছে আছে—
চেন্নাই— ৫৫ কোটি
কেকেআর— ৫১ কোটি
পঞ্জাব— ৪৭ কোটি ৭৫ লক্ষ
দিল্লি— ৪৭ কোটি ২৫ লক্ষ
মুম্বই— ৪৫ কোটি
রাজস্থান— ৪১ কোটি
হায়দরাবাদ— ৩৫ কোটি
লখনউ— ৩৪ কোটি ৫০ লক্ষ
গুজরাত— ৩০ কোটি ২৫ লক্ষ
আরশদীপকে ধরে রাখেনি পঞ্জাব। নিলামে চেন্নাই, দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরু, গুজরাত ও হায়দরাবাদের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত তাঁর দাম ওঠে ১৮ কোটি টাকা। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে গত বারের ক্রিকেটারকে ধরে রাখে পঞ্জাব।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার দাম উঠল ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। তাঁকে কিনল গুজরাত। শ্রেয়সের ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করল না পঞ্জাব।
মিচেল স্টার্ককে ছাপিয়ে গেলেন শ্রেয়স আয়ার। গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।
গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসে ছিলেন বাটলার। এ বার তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান। নিলামে অনেক লড়াইয়ের পর ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনল গুজরাত টাইটান্স।
২ কোটি টাকা বেস প্রাইসের মিচেল স্টার্কের জন্য শুরুতে দর হাঁকে মুম্বই ও কলকাতা। ৬ কোটিতে লড়াই থেকে সরে দাঁড়ায় মুম্বই। কলকাতার সঙ্গে লড়াইয়ে নামে দিল্লি। ১০ কোটি ২৫ লক্ষ টাকায় হাল ছাড়ে কলকাতা। দিল্লির সঙ্গে দড়ি টানাটানিতে যোগ দেয় আরসিবি। শেষমেশ ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস কিনে নেয় মিচেল স্টার্ককে।
২ কোটির ঋষভ পন্তের জন্য শুরুতে দর হাঁকে লখনউ ও আরসিবি। ১১ কোটি ২৫ লক্ষ টাকায় হাল ছাড়ে আরসিবি। লখনউয়ের সঙ্গে লডাইয়ে যোগ দেয় হায়দরাবাদ। ২০ কোটি ৭৫ লক্ষ টাকায় লখনউয়ে যোগ দিতে চলেছিলেন পন্ত। তবে দিল্লি আরটিএম প্রয়োগের সিদ্ধান্ত নেয়। লখনউ ২৭ কোটি টাকা চূড়ান্ত দাম দেয় পন্তের জন্য। দিল্লি আরটিএম প্রয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে ২৭ কোটি টাকায় লখনউয়ে যোগ দেন পন্ত।
২ কোটি বেস প্রাইসের মহম্মদ শামির জন্য শুরুতে দর হাঁকে কলকাতা ও চেন্নাই। ৮ কোটি ২৫ লক্ষ টাকায় হাল ছাড়ে চেন্নাই। কলকাতার সঙ্গে লড়াইয়ে যোগ দেয় লখনউ। ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় লখনউ হাল ছাড়লে লড়াইয়ে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ কোটিতে হাল ছাড়ে কলকাতা। শেষমেশ ১০ কোটিতে হায়দরাবাদ দলে নেয় শামিকে। গুজরাট শামির জন্য আরটিএম ব্যবহার করেনি।
দেড় কোটি বেস প্রাইসের ডেভিড মিলারের জন্য দর হাঁকে গুজরাট ও আরসিবি। ৫ কোটি ৫০ লক্ষ থেকে লড়াইয়ে নামে দিল্লি। লড়াই থেকে সরে দাঁড়ায় গুজরাট। ৭ কোটি ৫০ লক্ষ থেকে লড়াইয়ে যোগ দেয় লখনউ। শেষ পর্যন্ত ৭ কোটি ৫০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন ডেভিড মিলার।
২ কোটি বেস প্রাইসের যুজবেন্দ্র চাহালের জন্য শুরুতে দর হাঁকে গুজরাট ও চেন্নাই। ৬ কোটি থেকে লড়াইয়ে নামে পঞ্জাব কিংস। হাল ছাড়ে চেন্নাই। ৭ কোটিু ২৫ লক্ষ টাকায় রিংয়ে টুপি ছুঁড়ে দেয় লখনউ। লড়াই চলে পঞ্জাবের সঙ্গে। ১৪ কোটিতে হাল ছাড়ে লখনউ। ১৪ কোটি ৫০ লক্ষয় লড়াই থেকে সরে দাঁড়ায় আরসিবি। পঞ্জাবের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় হায়দরাবাদ। শেষমেশ ১৮ কোটি টাকায় যুজি চাহালকে দলে নেয় পঞ্জাব কিংস।
২ কোটি টাকা বেস প্রাইসের মহম্মদ সিরাজের জন্য শুরুতে দর হাঁকে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস। ৮ কোটি ২৫ লক্ষ টাকায় হাল ছাড়ে চেন্নাই। গুজরাটের সঙ্গে লড়াইয়ে নামে রাজস্থান রয়্যালস। ১২ কোটি ২৫ লক্ষয় হাল ছাড়ে রাজস্থান। আরসিবি আরটিএম ব্যবহার করতে না চাওয়ায় ১২ কোটি ২৫ লক্ষ টাকায় সিরাজ যোগ দেন গুজরাট টাইটানসে।
২ কোটি টাকা বেস প্রাইসের লিয়াম লিভিংস্টোনের জন্য শুরুতে দল হাঁকে হায়দরাবাদ ও আরসিবি। ৪ কোটিতে হাল ছাড়ে হায়দরাবাদ। লড়াইয়ে নামে দিল্লি। পরে দিল্লি সরে দাঁড়ালে আরসিবির সঙ্গে লড়াই চালায় চেন্নাই। ৮ কোটি ৭৫ লক্ষয় হাল ছাড়ে সিএসকে। পঞ্জাব আরটিএম ব্যবহার করতে না চাওয়ায় ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে যোগ দেন লিয়াম লিভিংস্টোন।
২ কোটি বেস প্রাইসের লোকেশ রাহুলের জন্য শুরুতে দর হাঁকে কলকাতা ও আরসিবি। পরে আরসিবি লড়াই থেকে সরে দাঁড়ালে কলকাতার সঙ্গে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস। পরে কেকেআরও হাল ছাড়ে। শেষমেশ ১৪ কোটিতে দিল্লি ক্যাপিটালস দলে নেয় লোকেশ রাহুলকে। লোকেশের জন্য আরটিএম ব্যবহারে রাজি হয়নি লখনউ সুপার জায়ান্টস।
২ কোটি বেস প্রাইসের হ্যারি ব্রুকের জন্য শুরুতে দর হাঁকে চেন্নাই সুপার কিংস। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। ৬ কোটি টাকায় হাল ছাড়ে চেন্নাই। পঞ্জাবের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় দিল্লি। ৬ কোটি ২৫ লক্ষ টাকায় হাল ছাড়ে পঞ্জাব। সুতরাং, হ্যারি ব্রুককে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
২ কোটি টাকা বেস প্রাইসের এডেন মার্করামকে বেস প্রাইসে দলে নেয় লখনউ সুপার জায়ান্ট। ২ কোটি বেস প্রাইসের ডেভন কনওয়ের জন্য দর হাঁকে পঞ্জাব ও চেন্নাই। শেষমেশ ৬ কোটি ২৫ লক্ষ টাকায় কনওয়েকে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের রাহুল ত্রিপাঠীর জন্য শুরুতে দর হাঁকে চেন্নাই। লড়াইয়ে যোগ দেয় কলকাতা। শেষমেশ কলকাতা হাল ছাড়লে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় রাহুল ত্রিপাঠীকে দলে নেয় চেন্নাই। ২ কোটি টাকা বেস প্রাইসের ডেভিড ওয়ার্নার অবিক্রিত থাকেন।
২ কোটি টাকা বেস প্রাইসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জন্য দর হাঁকে দিল্লি। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব ও লখনউ। ৫ কোটি ৫০ লক্ষ টাকায় জ্যাক ফ্রেজারকে প্রায় দলে পেয়ে গিয়েছিল পঞ্জাব। তবে দিল্লি আরটিম ব্যবহারের সিদ্ধান্ত নেয়। পঞ্জাব জ্যার ফ্রেডারের জন্য ৯ কোটি টাকার চূড়ান্ত দর হাঁকে। দিল্লি আরটিএম ব্যবহার করে ৯ কোটিতে দলে ফেরায় ম্যাকগার্ককে।
২ কোটি টাকা বেস প্রাইসের হার্ষাল প্যাটেলের জন্য দর হাঁকে গুজরাট ও হায়দরাবাদ। ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় হায়দরাবাদ হার্ষালকে দলে নিয়েছিল প্রায়। তবে পঞ্জাব আরটিএম ব্যবহার করতে আগ্রহ দেখায়। হায়দরাবাদ হার্ষালের জন্য ৮ কোটির চূড়ান্ত দর হাঁকে। পঞ্জাব তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে ৮ কোটি টাকায় হায়দরাবাদে যোগ দেন হার্ষাল।
দেড় কোটি বেস প্রাইসের রাচিন রবীন্দ্র জন্য দর হাঁকে চেন্নাই ও পঞ্জাব। ৩ কোটি ২০ লক্ষ টাকায় চেন্নাই লড়াই থেকে সরে এসেও আরটিএম ব্যবহারের আগ্রহ দেখায়। পঞ্জাব ৪ কোটি টাকার চূড়ান্ত দর হাঁকে রবীন্দ্রর জন্য। চেন্নাই আরটিএম ব্যবহার করে ৪ কোটিতে রাচিনকে দলে ফেরায়।
২ কোটি টাকা বেস প্রাইসের অশ্বিনের জন্য দর হাঁকে চেন্নাই, লখনউ, রাজস্থান। শেষমেশ ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় অশ্বিনকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। ২ কোটি বেস প্রাইসের বেঙ্কটেশ আইয়ারের জন্য দর হাঁকে কলকাতা ও লখনউ। পরে লড়াইয়ে যোগ দেয় আরসিবি। শেষ পর্যন্ত ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিরাট অঙ্কে বেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর শ্রেয়স আইয়ারের জন্যও এত আগ্রহ দেখায়নি।
২ কোটি বেস প্রাইসের মার্কাস স্টইনিসের জন্য দর হাঁকে চেন্নাই ও আরসিবি। ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় চেন্নাই হাল ছাড়ে। আরসিবির সঙ্গে লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব। ১১ কোটিতে হাল ছাড়ে আরসিবি। মার্কাস স্টইনিসের জন্য আরটিএম ব্যবহারে রাজি হয়নি লখনউ। তাই ১১ কোটিতে পঞ্জাবে যোগ দেন স্টইনিস।
২ কোটি বেস প্রাইসের মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২ কোটি বেস প্রাইসের গ্লেন ম্যাক্সওয়েলকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় পঞ্জাব কিংস। ম্যাক্সওয়েলের জন্য আরটিএম ব্যবহার করেনি আরসিবি।
২ কোটি টাকা বেস প্রাইসের কুইন্টন ডি'ককের জন্য দর হাঁকে হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। পরে মুম্বইয়ের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় কেকেআর। শেষমেশ ৩ কোটি ৬০ লক্ষ টাকায় কুইন্টন ডি'কককে দলে নেয় কলকাতা। কুইন্টনের জন্য আরটিএম ব্যবহার করতে রাজি হয়নি লখনউ। ২ কোটি বেস প্রাইসের ব্রিটিশ উইকেটকিপার জনি বেয়ারস্টো অবিক্রিত থাকেন।
২ কোটি বেস প্রাইসের ফিল সল্টের জন্য দর হাঁকে আরসিবি ও মুম্বই। পরে আরসিবির সঙ্গে লড়াইয়ে যোগ দেয় কলকাতা। সল্টকে শেষমেশ ১১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় আরসিবি। ২ কোটি বেস প্রাইসের রহমানউল্লাহ গুরবাজের জন্য দর হাঁকে কেকেআর। গুরবাজকে বেস প্রাইসে দলে নেয় কলকাতা।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উপরে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি ১৮১ নম্বর ক্রমে এবং ২৬ নম্বর সেটে নিলামে তোলা হবেন। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি।
এছাড়া, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৬১ নম্বর সেটে। তাদের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবং নাহিদুল ইসলাম ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে ৬৭ নম্বর সেটে স্থান পেয়েছেন।
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল পারিশ্রমিকে দল পেলেন নাহিদ রানা
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- আইপিএল নিলামে দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব
- ব্রেকিং নিউজ : IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন
- ২০২৫ IPL নিলামে চমক দেখিয়ে রেকর্ড দামে দল পেলেন সাকিব
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- আইপিএল নিলামে ইতিহাস গড়ে ৪কোটি রুপিতে যে দলে মুস্তাফিজ
- মাত্র ৪৩ রানে অলআউট : বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- ব্রেকিং নিউজ : যে কারণে বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নি*ষি*দ্ধ করল বিসিবি
- চরম উত্তেজনায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে শেষ হলো ম্যাচ