এই মুহুর্তের সবচেয়ে বড় খবর : আইপিএলের নিলামে চমক দেখালেন সাকিব
আইপিএলের আসন্ন মেগা নিলামে (২৪–২৫ নভেম্বর, জেদ্দায়) ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এক বিশেষ খেলোয়াড়ের ওপর—**সাকিব হুসেইন**, যিনি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার তরুণ ডানহাতি পেসার।
২০ বছর বয়সী সাকিব হুসেইন গতবারের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন। সেই সময় অনেকেই ভুলবশত মনে করেছিলেন, হয়তো তিনি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে তাঁকে দলে নেওয়া কেকেআর স্পষ্ট করে দেয়, এই সাকিব বাংলাদেশি নয়, ভারতের গোপালগঞ্জের তরুণ পেসার। এবার নিলামে তাঁর ভিত্তিমূল্য বেড়ে হয়েছে ৩০ লাখ রুপি।
### সাকিবের যাত্রা সাকিবের জন্ম ২০০৪ সালে বিহারের গোপালগঞ্জ জেলার দরগা মহল্লায়। কৃষক বাবা আলী আহমেদ হুসেইন এবং গৃহিণী মায়ের পরিবারে আর্থিক টানাপোড়েন ছিল নিত্যসঙ্গী। বাবার হাঁটুর সমস্যার কারণে কৃষিকাজ বন্ধ হয়ে গেলে সংসারে আরও চাপ বাড়ে।
ছোটবেলায় সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশসেবা করার স্বপ্ন দেখতেন সাকিব। কিন্তু একদিন পরিচিতজনদের পরামর্শে ক্রিকেটে মনোযোগ দেন। চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে সুযোগ পেয়ে তাঁর ক্রিকেট জীবনের মোড় ঘুরে যায়। চেন্নাইয়ের অনুশীলনে তাঁর দক্ষতায় মুগ্ধ হয়ে আইপিএলে তাঁকে জায়গা দেয় কলকাতা নাইট রাইডার্স।
### বর্তমান ও ভবিষ্যৎ সাকিব হুসেইন এখন কেবল গোপালগঞ্জের নাম নয়, সারা ভারতের তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণা। এ বছর আইপিএলের নিলামে তাঁর ভবিষ্যৎ কী হতে চলেছে, সেটি জানার জন্য অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। তাঁর গল্প প্রমাণ করে, সংকটময় পরিস্থিতিতেও দৃঢ়তা আর প্রতিভা মিলিয়ে স্বপ্ন পূরণ সম্ভব।
এদিকে, বাংলাদেশের সাকিব আল হাসানও নিলামে দল পাবেন কি না, সেটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। দুজনের নামের সাদৃশ্য এবং অনন্য গল্প দুই গোপালগঞ্জকেই আলোচনায় এনেছে।
এবার আইপিএলে খেলার স্বপ্নপূরণ হবে তো সাকিবের
সাকিবের ক্রিকেটে উঠে আসার গল্প বাংলাদেশের গ্রাম কিংবা মফস্সলের আর দশজন উঠতি ক্রিকেটারের মতোই। খেলাটা একটু শেখার পর অনেকেই টেপ টেনিসে খ্যাপ খেলতে নেমে পড়েন। তাতে নিজের হাতখরচের পাশাপাশি পরিবারেরও একটু সহায়তা হয়। সাকিবও ৫০০–১০০০ রুপি পারিশ্রমিকে তখন টেনিস বলের ক্রিকেট খেলতেন। এভাবে ধীরে ধীরে বেশ ভালো পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রান করতে শুরু করেন। সাইকেল চালিয়ে ৫০ কিলোমিটার দূরত্বে যেতেন অনুশীলন করতে। সাইকেল না পেলে পায়ে হেঁটে। উঠে আসার পথে সাকিবের এসব দাহকালের গল্প আগেই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
উঠে আসার পথে সব ক্রিকেটারেরই কেউ একজন থাকেন, যিনি শক্ত হাতে হাল ধরেন, বুদ্ধি–পরামর্শ দিয়ে পথ দেখান। সাকিবেরও তেমন একজন ছিলেন—প্রয়াত মিন্টু ভাইয়া। সাকিব বড় স্বপ্ন দেখতে শিখেছেন এই মিন্টু ভাইয়ার কাছেই। ২০২১ সালে পাটনায় বিহার ক্রিকেট লিগ নিয়ে নজর কাড়েন। সুযোগ পেয়ে যান বিহার অনূর্ধ্ব–১৯ দলেও। অথচ তার আগে জেলা দলেও খেলেননি। চন্ডীগড়ে অনূর্ধ্ব–১৯ ক্রিকেট খেলার সময়ই পাল্টাতে শুরু করে সাকিবের জীবন। এর মধ্যে আরও একজন মেন্টর ও কোচ পেয়ে যান—রবিন সিং। নিজের ভাতিজার মাধ্যমে কোচ রবিন সিং জানতে পারেন, গোপালগঞ্জে খুব ভালো একজন পেসার আছেন। পরে রবিন সাকিবের সঙ্গে যোগাযোগ করেন।
সাকিব হুসেইনকে কলকাতা নাইট রাইডার্স গতবার দলে ভেড়ালেও মাঠে নামায়নি
চন্ডীগড়ের সেই দিনগুলোর সুবাদে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে ডাক পান সাকিব। সুযোগ পান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার। সেই টুর্নামেন্টে ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সময় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজরে পড়েন। এরই সূত্র ধরে চেন্নাই সুপার কিংসের নেট বোলার। প্রশংসা পান মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলীর।
কলকাতা নাইট রাইডার্স এর আগে সাকিবের উঠে আসার গল্পের একটি ভিডিও শেয়ার করেছিল। সেখানে সাকিবের মা জানিয়েছেন, ছেলের এক জোড়া ভালো জুতোও ছিল না। মায়ের কীভাবে তা সহ্য হবে! ছেলের জন্য তাই নিজের অলঙ্কার বিক্রি করে দিয়েছিলেন। ২০২৪ আইপিএল নিলামের শুরুর দিকের রাউন্ডে সাকিব অবিক্রিত থাকলেও শেষ মুহূর্তে তাঁকে কিনে নেয় কলকাতা। তবে এখনো মাঠে নামার সুযোগ পাননি। ভারতের সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ জানিয়েছে, সাকিব এখন অনুশীলনে ঘণ্টায় ১৫০–১৫৫ কিলোমিটার গতিতে বোলিং করছেন।
এবার রঞ্জিতে খেলছেন বিহারের হয়ে। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তাঁর ক্যারিয়ারসেরা। কর্ণাটকের বিপক্ষে নিয়েছেন ২ উইকেট। এবার রঞ্জিতে এই দুটি ম্যাচই খেলার সুযোগ পাওয়া সাকিব জানেন, ভবিষ্যৎ পড়ে আছে সামনেই। আর সেই ভবিষ্যতের প্রথম বড় দরজাটা হলো আইপিএল। একবার সেটা খুলেছিল, কিন্তু আসল কাজ, অর্থাৎ মাঠে নামাটা হয়নি। এবার নামতে পারলে সাকিব নিশ্চয়ই মায়ের অলঙ্কার বিক্রি বিফলে যেতে দেবেন না!
- চরম দু:সংবাদ: দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক
- IPL নিলাম : ২৬ নম্বর সেটে মুস্তাফিজ, ১ম সেটে রিশাভ পান্ত,দেখেনিন তাসকিন সাকিবের অবস্থান
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- এইমাত্র পাওয়া: শান্ত’র অকালমৃত্যুতে সারা দেশে নামলো শোকের ছায়া
- IPL 2025 নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- ঝড়ো ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত চার দলের, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- চরম দু:সংবাদ : যে কারণে সাকিবকে বাতিল ঘোষণা করলো আইসিসি
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের প্রথম দিনের খেলা, দেখেনিন সর্বশেষ ফলাফল
- গতির ঝড় তুলে আইপিএলে ৭৫ লাখ রুপিতে যে দলে নাহিদ রানা, দেখেনিন তাসকিন ও মুস্তাফিজের অবস্থান
- 2025 IPL নিলাম: চেন্নাইয়ে সাকিব ও মুস্তাফিজ, কলকাতায় তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- IPL নিলামের শর্টলিস্ট প্রকাশ, দেখেনিন বাংলাদেশ থেকে নিলামে যাদের নাম উঠছে
- ইমরুলের নতুন চমক : শেন ওয়াটসনের কারনে খুলে গেল ভাগ্য