| ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

নির্বাচন কবে হবে জানালেন উপদেষ্টা নাহিদ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ নভেম্বর ১৮ ১৮:৪৬:২৭
নির্বাচন কবে হবে জানালেন উপদেষ্টা নাহিদ

**ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, "অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার, শুধু নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারেও মনোযোগী"**

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য গঠিত নয়, এটি একটি **বিপ্লবী সরকার** যা **প্রাতিষ্ঠানিক সংস্কারের** জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে। তিনি আরও বলেন, এই সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিস কক্ষে **কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচির** সঙ্গে এক সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে, এবং শুধুমাত্র নির্বাচন আয়োজন এই সরকারের একমাত্র লক্ষ্য নয়।

নাহিদ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। এ বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। দেশের স্বার্থরক্ষা হয় এমন যেকোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচি বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের ওপর জোর দেন।

লুইস ফ্রান্সেচি বলেন, তারা সবসময় বাংলাদেশের পাশে আছে এবং তারা শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসান, কমন‌ওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অব এশিয়া ড. দিনুসা নিহারাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টিতে নটআউট থেকে ৩১৮ রান, খুজে পেলো নতুন সুপারস্টার

টি-টোয়েন্টিতে নটআউট থেকে ৩১৮ রান, খুজে পেলো নতুন সুপারস্টার

নিত্য তারকার জন্ম হয় ভারতীয় ক্রিকেটে। দলটির পাইপলাইন এতটাই সমৃদ্ধ যে চাইলেই আপনি দুই তিনটা ...

বাংলাদেশ হলো না ওয়েস্ট ইন্ডিজ, ইনজামামকে পেল না পাকিস্তান

বাংলাদেশ হলো না ওয়েস্ট ইন্ডিজ, ইনজামামকে পেল না পাকিস্তান

মুলতানে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১২০ রানে হেরে গেল পাকিস্তান। দীর্ঘ ৩৪ বছর পর ...

ফুটবল

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

পাল্টে গেলো ফুটবল বিশ্বের সকল অতীত : নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করল ফিফা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। ২০২২ সালের ...

গোল,গোল,গোল ৬-০ গোলে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ

গোল,গোল,গোল ৬-০ গোলে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ

সিনিয়র দল হোক কিংবা যুব দল, যেকোনো পর্যায়েই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যেন বিশেষ উত্তাপ ছড়ায়। ...



রে