| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৬,৬,৬,৪,৪ মাহমুদউল্লাহ ৯৮, বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ নভেম্বর ১১ ১৯:৫১:৪১
৬,৬,৬,৪,৪ মাহমুদউল্লাহ ৯৮, বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

৭২ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশকে পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। হাফ সেঞ্চুরির পর মিরাজ ফিরে গেলেও ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। তাদের দুজনের ব্যাটে অলিখিত ফাইনালে ২৪৪ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে ২৪৫ রান করতে হবে আফগানিস্তানকে।

ফিরলেন মিরাজ, সেঞ্চুরির পথে মাহমুদউল্লাহ

হাফ সেঞ্চুরির পর ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় গুলবাদিনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। শান্তর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। পরের ওভারে রিভিউ নিয়ে বেঁচে গেছেন সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ-মিরাজের হাফ সেঞ্চুরি, দুইশর পথে বাংলাদেশ

৭২ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের দুজনের ব্যাটে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করে সফরকারীরা। বাংলাদেশকে বিপদমুক্ত করার পাশাপাশি শারজাহতে জুটির রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে আমিনুল ইসলাম ও আকরাম খানের ৭২ রানের জুটি।

সবশেষ চার ম্যাচে ব্যাট হাতে রানের দেখা না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে মাহমুদউল্লাহকে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে এসে অবশ্য রানের দেখা পেয়েছেন তিনি। দলের বিপদে ৬৩ বলে হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। ৭ ইনিংস পর পঞ্চাশের দেখা পাওয়া মাহমুদউল্লাহ সবশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজও। ১০৬ বলে নিজের শততম ওয়ানডেতে পঞ্চাশ পেলেন তিনি।

মাহমুদউল্লাহ-মিরাজে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

তানজিদ তামিম ও সৌম্য সরকারের ব্যাটে ভালো শুরু পেলেও কয়েক ওভারের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এমন অবস্থায় সফরকারীদের হয়ে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের দুজনের ব্যাটে একশ পেরিয়ে বাংলাদেশ।

টানা ৩ ম্যাচেই ব্যর্থ হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তাওহীদ হৃদয়। তৃতীয় ওয়ানডেতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ার বিকল্প ছিল না তার সামনে। তবে জুটি গড়ার বদলে আরও একবার ব্যর্থ হয়ে হয়ে ফিরলেন হৃদয়। রশিদ খানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে একটু পিছিয়ে কাট করবেন নাকি ডিফেন্স করবেন এমন দ্বিধায় পড়ে এজ হয়ে স্লিপে থাকা গুলবাদিনকে ক্যাচ দিয়েছেন ৭ রানে। প্রথম দুই ম্যাচে সব মিলিয়ে ২২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর কুঁচকির চোটে তৃতীয় ও শেষ ওয়ানডেতে কপাল খুলে জাকির হাসানের। তবে নিজের ফেরার ম্যাচটা ব্যাট হাতে রাঙাতে পারলেন না বাঁহাতি এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটেকাটা পড়তে হয়েছে তাকে। ওমরজাইয়ের লেংথ ডেলিভারিতে পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন মিরাজ। ডানহাতি ব্যাটারের ডাকে সাড়াও দিয়েছিলেন জাকির। তবে শেষ মুহূর্তে মিরাজ না করে দেয়ায় নন স্ট্রাইক প্রান্তে ফিরতে পারেননি জাকির। ফেরার আগে নাঙ্গেলিয়া খারোটের সরাসরি থ্রোতে রান আউট হতে হয়েছে ৪ রান করা এই ব্যাটারকে। ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

সুযোগ কাজে লাগাতে পারলেন না তানজিদ

ইনিংসের শুরুতে দু’বার জীবন পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। ফজলহক ফারুকির বলে স্লিপে থাকা গুলবাদিন নাইবের পর গাজানফারের বলে ক্যাচ দিয়েছিলেন হাশমতউল্লাহকেও। দু’বার জীবন পেয়েও অবশ্য সুযোগ কাজে লাগাতে পারলেন না বাঁহাতি এই ওপেনার। মোহাম্মদ নবির অফ স্টাম্পের বলে ড্রাইভ করার চেষ্টায় শর্ট মিড অফে থাকা হাশমতউল্লাহকে ক্যাচ দিয়েছেন ১৯ রান করা তানজিদ।

ভালো শুরু পরও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য

তানজিদ হাসান তামিম দু’বার জীবন পেলেও অন্যপ্রান্তে দারুণ ছন্দে ব্যাটিং করছিলেন সৌম্য সরকার। তাদের দুজনের ব্যাটে শারজাহতে চলমান সিরিজে প্রথমবারের মতো ৫০ রানের উদ্বোধনী জুটি ছুঁয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১২, দ্বিতীয় ওয়ানডেতে ২৮ রানের জুটি গড়লেও এদিন তানজিদ ও সৌম্যর জুটি ভেঙেছে ৫৩ রানে। আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ২৪ রান করা সৌম্য। আগের দুই ম্যাচে যথাক্রমে ৩৩ ও ৩৫ রানের ইনিংস খেলেছেন।

আরও একবার জীবন পেলেন তানজিদ

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তবে ইনিংসের শুরুতেই উইকেট হারাতে পারতো সফরকারীরা। তৃতীয় ওভারে ফজলহক ফারুকির অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ। এজ হয়ে প্রথম স্লিপে থাকা গুলবাদিন নাইবের হাতে ক্যাচ গেলেও সেটা লুফে নিতে পারেননি। চতুর্থ ওভারেও ফিরতে পারতেন তানজিদ। মোহাম্মদ গাজারফারের বলে হাঁটু গেঁড়ে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছিলেন শর্ট মিড উইকেটে। তবে ক্যাচ লুফে নিতে পারেনি হাশমতউল্লাহ শাহিদী।

ওয়ানডেতে মিরাজের ম্যাচের সেঞ্চুরি

২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। ৭ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১০০ খেলার মাইলফলক স্পর্শ করলেণ তিনি। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞ অর্জন করলেন মিরাজ। অভিজ্ঞ অলরাউন্ডারের আগে এমন কীর্তি আছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা।

ব্যাটিংয়ে বাংলাদেশ, নাহিদের অভিষেক

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকির চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই চোটে আফগানদের বিপক্ষে ‘অলিখিত’ ফাইনাল থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক। শান্ত ছিটকে যাওয়ায় সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারীদের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শান্ত ছিটকে যাওয়ায় সফরকারীদের একাদশে পরিবর্তন অনুমেয়ই ছিল। শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। তাসকিন আহমেদ না থাকায় এদিন ওয়ানডেতে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ২৪৪/৮ (৫০ ওভার) (তানজিদ ১৯, সৌম্য ২৪, মিরাজ ৬৬, মাহমুদউল্লাহ ৯৮)

মাহমুদউল্লাহ ৯৮, বাংলাদেশ ২৪৪

বাংলাদেশ- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।

ক্রিকেট

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি

নিজস্ব প্রতিবেদক: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। ...

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ, হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নিজেদের ম্যাচটা হেরে গিয়েও বাংলাদেশ ছিটকে যায়নি বিশ্বকাপের দৌড় থেকে। পাকিস্তানের বিপক্ষে ৭ ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে