ম্যাচ অনেক বড় দু:সংবাদ পেলো ভারতীয় ক্রিকেট দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল ভারত। শুক্রবার (০৪ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরে যায় দলটি।
প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড ১৬০ রান করে। জবাবে ১ ওভার বাকি থাকতেই ১০২ রানে অলআউট হয় ভারত। নিউ জিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের কোনো ব্যাটাসম্যান। অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন সর্বোচ্চ ১৫ রান করেন। এছাড়া জেমিমাহ রদ্রিগেজ ১৩, দীপ্তি শর্মা ১৩, স্মৃতি মান্ধানা ১২ ও রিচা ঘোষ করেন ১২ রান।
নিউ জিল্যান্ডের রসিমারি মায়ের ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। লিয়া তাহুহু ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। ইডেন কারসন ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। আর অ্যামেলিয়া কের ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ১টি উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন ৩৬ বলে ৭ চারে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৬০ পর্যন্ত নিয়ে যান। এছাড়া জর্জিয়া পিলমার ৩ চার ও ১ ছক্কায় ৩৪, সুজি বেটস ২ চারে ২৭, ব্রুকি হ্যালিডে ২ চারে ১৬ ও অ্যামেলিয়া কের করেন ১৩ রান।
ভারতের পক্ষে ২টি উইকেট নিয়েছেন ভারতের রেনুকা সিং। একটি করে নেন অরুন্ধতি রেড্ডি ও আশা সোবহানা।
অপরাজিত ৫৭ রান ও ৩টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের অধিনায়ক সোফি।
- ঢাকায় ভারতের কে এই RAW স্টেশন হেড, যা জানা গেল, কাঁপছে রাজনৈতিক অঙ্গন"
- লাফিয়ে বাড়লো সোনার দাম, আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি
- টিউলিপ বড্ড পল্টিবাজ : বাংলাদেশকে লুটে খেয়ে এখন না চেনার ভান
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- আইপিএল 2025 : পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে শাস্তি পেলো গুজরাটের ক্রিকেটার
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর