| ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

‘এই ছবি সব গুজবের অবসান ঘটাবে’

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৭ নভেম্বর ২৩ ১০:১৫:৫১
‘এই ছবি সব গুজবের অবসান ঘটাবে’

ছবিটি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি ক্যাপশন লিখেছেন, ‘আশা করি, এই ছবি সব গুজবের অবসান ঘটাবে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আপা’ সম্বোধন করে রুবানা হক লিখেছেন, ‘আপার কোলে আমাদের নাতি লেইথ। সাধারণত ছবি পোস্ট করতে আমি লজ্জাবোধ করি, কিন্তু এই ছবিটি আমাকে শেয়ার করতেই হলো। বিশেষত, যখন আনিসকে ঘিরে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে।’

রুবানা হক আরও লেখেন, ‘এটি খুবই দুঃখজনক, কোনও কোনও মহল মিথ্যা সংবাদ ছড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে। অথচ তিনি (প্রধানমন্ত্রী) শুধু লন্ডনে আমাদের সঙ্গে দেখাই করেননি, কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই দুঃসময়ে তিনি যে বিশেষ সহযোগিতা দিয়েছেন, তাতে তার প্রতি আমাদের পরিবার চিরকৃতজ্ঞ ও ঋণী।’

পোস্টের শেষ দিকে আনিসুল হকের স্ত্রী রুবানা হক লেখেন, ‘আশা করি, এই ছবি সব গুজবের অবসান ঘটাবে। আর আনিসের জন্য বরাবরের মতোই সবার কাছে আমি দোয়া চাই।’

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। ১৩ আগস্ট সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। জানা যায়, তিনি সেরিব্র্যাল ভ্যাসকুলাইটিস বা মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছেন।

১৯৫২ সালের ২৭ অক্টোবর জন্ম নেয়া আনিসুল হক একাধারে একজন উদ্যোক্তা, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আনিসুল হক আওয়ামী লীগ থেকে মেয়র হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি ১৯৮০ থেকে ১৯৯০-এর দশকে দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন।

১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি। এরপর ২০০৫ থেকে ২০০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বেও ছিলেন আনিসুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দল হারলেও বল হাতে ২ উইকেট নেয়ার পর যত রান করলেন সাকিব

দীর্ঘ দুই মাস পর আবুধাবি টি-টেন লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ...

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। প্রথম দিন ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে আরও যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৫ ...



রে