বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এমন বাজে হার, শুধুমাত্র একজনের জন্য

মাত্র শেষ হলো বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ। কিন্তু এর রেশ এখনো কাটে নাই। টাইগারদের কাছে ধবল ধোলাই হয়ে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। তাও আবার নিজেদের মাঠে। পাকিস্তানের এমন বাজে হারের কারণ খুজছেন অনেকে। ভারতীয় ক্রিকেটার রবিচন্দন অশ্বিন মনে করছেন যে, এ হারের কারণ অধিনায়ক শান মাসুদ।
অশ্বিন জানিয়েছেন, মাসুদ অধিনায়ক হিসাবে ভালো হলেও ড্রেসিংরুম নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে হয়তো পারদর্শী নন। মাঠের ক্রিকেটে মাসুদের ওপর আস্থা আছে আশ্বিনেরও। কিন্তু তার মধ্যে নেতৃত্বে ঘাটতি দেখছেন এই ভারতীয়।
অশ্বিন বলেছেন, 'শান মাসুদের জন্য খুব খারাপ লেগেছে। সে খুব বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। আমি তাকে চিনি। অনেক বুদ্ধিদীপ্ত কথা বলে। অধিনায়ক হিসাবে ভালো হতেই পারে। কিন্তু এই পাকিস্তান দলকে সামলানো বেশ কঠিন। পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম সেই দলে রয়েছে। ড্রেসিংরুম নিশ্চিত ভাবেই ঠিক নেই।'
তার মতে, 'বাংলাদেশ অনেক পরিশ্রম করে জিতেছে। তাদের কৃতিত্ব কেড়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। গত বছর আমরা বাংলাদেশে গিয়েই বুঝেছিলাম ওরা কতটা কঠিন দল। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা দলে আছে।'
- ঢাকায় ভারতের কে এই RAW স্টেশন হেড, যা জানা গেল, কাঁপছে রাজনৈতিক অঙ্গন"
- লাফিয়ে বাড়লো সোনার দাম, আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি
- টিউলিপ বড্ড পল্টিবাজ : বাংলাদেশকে লুটে খেয়ে এখন না চেনার ভান
- শ্রীলঙ্কা সফরের ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের
- মালয়েশিয়ায় ৫ শতাধিক বিদেশি গ্রেপ্তার, বেশির ভাগই বাংলাদেশি
- আইপিএল 2025 : পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে শাস্তি পেলো গুজরাটের ক্রিকেটার
- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর