দল থেকে বাদ পড়া নিয়ে পাপনের সঙ্গে মিরাজের কী কথা হয়েছিল, জানালেন তিনি
মেহেদি হাসান মিরাজকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না দেওয়ার পর, তার মনোভাব ছিল অব্যক্ত দুঃখে। এত সব প্রতিভা থাকা সত্ত্বেও তাকে খেলতে না দেখে মিরাজ তার কষ্ট লুকানোর চেষ্টা করেন অনুশীলনের মাধ্যমে।
এ বছরের জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, বাংলাদেশ দল জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সিরিজের প্রস্তুতির জন্য ১৭ জনের ক্যাম্পে মিরাজের নাম ছিল না। বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার আলোচনা হয়েছিল।
সেই সময় বিসিবিপ্রধানের সঙ্গে কি কথা হয়েছিল, তা একটি গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, ‘যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না, তখন আমার সঙ্গে বিসিবি সভাপতির (নাজমুল হাসান পাপন) কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন— দলের সঙ্গে যেতে চাও কিনা? পাল্টা প্রশ্ন করেছিলেন মিরাজ— ১৫ জনের দলে আমাকে রাখা হচ্ছে কিনা? বোর্ডপ্রধান আমাকে বলেছিলেন ১৭ জনের দলে সদস্য হতে, দলের সঙ্গে থাকতে।’
মিরাজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার সর্বশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে, সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এরপর তিনি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেন এবং বরিশালকে প্রথম শিরোপা এনে দেন অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে।
মিরাজের মতে, ভালো খেলেও টি-টোয়েন্টি সংস্করণ থেকে যেভাবে বাদ পড়েছিলেন, সেটি তার কাছে যৌক্তিক নয়। তাই তিনি বিশ্বকাপে সফরসঙ্গী হতে চাননি।
কারণ দলের সঙ্গে থেকে অনুশীলন করার কোনো মানে দেখেননি এ অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘১৭ জনের সদস্য হয়ে যেতে চাইনি। কারণ আমার মনে হয়েছে— ওটা আমার জন্য ক্ষতি হবে।’
পাকিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের সবশেষ ম্যাচ ছিল টেস্ট সংস্করণেই। সেই ম্যাচ চট্টগ্রামে এ বছরের এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। লংকা সিরিজ থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেখা যায়নি তাকে। চার মাসের বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ উইকেট ও ১৫৫ রানের অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা।
মাঝের চার মাস কীভাবে নিজেকে তৈরি করেছেন, সে বিষয়ে মিরাজ বলেন, ‘জেদ ঠিক না। এই যে পাঁচটা মাস সুযোগ পেয়েছি, এ সময় নিজের ফিটনেস, স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। সেটারই ফল পেয়েছি।’
- কনডম তৈরি হয় কোন প্রাণীর অঙ্গ থেকে, অনেকেই জানেন না এই চমকপ্রদ তথ্য
- চরম দু:সংবাদ : বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ
- দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস: টস শেষ, জানুন একাদশে মুস্তাফিজের অবস্থান
- টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- পাইলট ছাড়াই আকাশে বিমান, যেভাবে বাঁচলেন দুই শতাধিক যাত্রী
- ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য সুখবর
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য বড় সুখবর, কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি
- সাবিলা নূরকে নিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা-তে শাকিব খান
- ওমানে প্রবাসী দম্পতির এ কেমন পরিণতি
- ক্রিস জর্ডান-সাউদিকে পেছনে ফেলে শীর্ষে মুস্তাফিজ,গড়ল নতুন ইতিহাস
- ওমানে কপাল খুলল বহু প্রবাসীর
- নুসরাত ফারিয়াকে নিয়ে কঠিন সিদ্ধান্ত জানালো আদালত
- আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানবে যে সকল এলাকায়
- প্রবাসীর বাসায় পাঁচ বছর ধরে বন্দি থাকা গৃহকর্মী উদ্ধার
- ওমানি রিয়াল রেকর্ড রেট ছুঁলো, আজকের সকল দেশের সর্বশেষ মুদ্রা বিনিময় হার জেনেনিন