| ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

২য় টেস্টের তৃতীয় দিনে একটা লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ সেপ্টেম্বর ০১ ১০:৪১:৪৩
২য় টেস্টের তৃতীয় দিনে একটা লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশেরর সামনে বিশ্বরেকর্ডের হাতছানি দিচ্ছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের পক্ষেই ফেভার করবে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বিনা উইকেটে ১০ রান করে মাঠ ছাড়ে বাংলাদেশ। ২৬৪ রানে পিছিয়ে আজ (রোববার) তৃতীয় দিনের খেলায় প্রবেশ করেছে সফরকারী দল। আগের দিন বাংলাদেশ সফরের কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা, তৃতীয় দিনে দায়িত্বটা বর্তাবে ব্যাটসম্যানদের ওপর। গতকাল (শনিবার) নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই প্রতিনিধি বলেন, ‘আসলে লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পেয়েছি আমরা। সেক্ষেত্রে ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই, ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশা-আল্লাহ।’

এই টেস্টে পাকিস্তানের বোলিং বিভাগ খুব একটা অভিজ্ঞ নয়। প্রথম টেস্ট খেলা শাহিন আফ্রিদি ও নাসিম শাহ’র মতো পেসাররা আছেন বিশ্রামে। তবুও তাদের সামনে তাসকিন কৌশলী হয়ে ব্যাটিংয়ের পরামর্শ দিলেন সতীর্থদের, ‘তারা (পাকিস্তান) দারুণ বোলিং ইউনিট। অত দেখা হয়নি এখনও। প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো বোলার। ব্যাটারদের বলব যে, নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘অনেকদিন পর টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল। খেলা তো এখনও শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ইনিংস আছে। জেতাটাই মূল লক্ষ্য। সবার আগে দল, আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই। ওভারল আমরা বোলিং ইউনিট ভালো করেছি। আরও ভালো করতে পারতাম। সবকিছু নিয়েই কাজ করতেসি। অনেকদিন ধরে খেলতেছি তো, যে ফরম্যাটে যেভাবে মানিয়ে নেওয়া দরকার।’

শুরু থেকেই লাইন-লেংথ বজায় রেখে পাকিস্তানের বিপক্ষে বোলিং করেন তাসকিন। যার ফলে তিনি তিনটি উইকেট পেলেও দলকে ভালো অবস্থানে আনতে অবদান রাখাকে নিজের দায়িত্ব বলে মনে করেন, 'এটা আমার নিজের দায়িত্ব এবং একজন সিনিয়র অভিজ্ঞ বোলার হিসেবে এটা হওয়া উচিত।' এখন আমাদের ভালো ব্যাটিং করতে হবে। দ্বিতীয় ইনিংসে আরও ভালো পারফর্ম করতে হবে। জিততেই হবে, এখনও কিছু ভুল হয়নি। খুব ভালো। আরো ভালো হতে পারতো, আরো ভালো হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা সম্ভব হয়নি। তাসকিনের বলে আউট হয়ে গতকাল দ্বিতীয় দিনে প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক। এরপর শান মাসুদ-সাইম আইয়ুব দায়িত্ব নিলেও বাংলাদেশি বোলাররা তাদের আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। মেহেদি মিরাজের পাঁচ উইকেট ও তাসকিনের তিন উইকেটে পাকিস্তান অলআউট করে ২৭৪ রানে। বিকালে কোনো উইকেট না হারিয়ে ১০ রান করার পর খেলছিল সফরকারী দল।

ক্রিকেট

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ

নাটকীয়ভাবে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ! ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা ...

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা

কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেরাথ সাফ জানিয়ে দেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। চড় মারার ...

ফুটবল

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

অবশেষে শাস্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে

মারাত্মক ফাউল করেও বড় শাস্তি পাচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ডকে মাত্র এক ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে