| ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

এবার নিজের পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ আগস্ট ১৩ ১৪:২১:২০
এবার নিজের পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন

ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পদত্যাগের মিছিল উঠতে শুরু করেছে। কেউ নিজে থেকে পদত্যাগ করছেন, কেউ চাপে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। ক্ষমতার পালাবদলের ঢেউ দেশের ক্রীড়া জগতেও আঘাত হেনেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফফে) দীর্ঘদিনের সভাপতি কাজী সালাহউদ্দিনের পদত্যাগের দাবিও উঠেছে।

‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে ফুটবল সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও বেঁধে দিয়েছিল। এবার নিজের পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন। পদত্যাগের আল্টিমেটামকে উড়িয়ে দিয়ে উল্টো নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি। বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’

বাফুফে সভাপতি বলেন, তারা আমাকে বলছে, আমি যেন বলি আর নির্বাচন করব না। কিন্তু তারা বলার কে? আপনি তখনই আমার পদত্যাগের কথা বলতে পারতেন যদি ফেডারেশনে নির্বাচন না হতো। নির্বাচন হবে ২৬ অক্টোবর। আপনি নিজে নির্বাচন করেন। আমার বিরুদ্ধে আপত্তি করার কে? আমি কিন্তু ২০০৮ সালে নির্বাচন করে চেয়ারে বসেছি। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। বাদল রায়, সালাম মুর্শেদী, হারুনুর রশীদ, এদের বিপক্ষে নির্বাচন করেছি। আমি নির্বাচন করেই এসেছি। আপনিও নির্বাচন করে আসুন।

পদত্যাগের দাবি করা ফুটবল আল্ট্রাস বিলুপ্ত ক্লাব সাইফ স্পোর্টিংয়ের হয়ে কথা বলছে বলেও জানালেন সালাউদ্দিন। তিনি বলেন, ওরা আমার পদত্যাগ চাওয়ার কে, সেটা আমি জানতে চাই। ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে, তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না। ওরা কারা? ওরা সাইফ স্পোর্টিংয়ের (২০২২ সালে বিলুপ্ত ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন) হয়ে কথা বলছে। ফুটবলে তাদের কতটুকু অবদান আছে?

এদিকে সংগঠনটির সভাপতি সালাউদ্দিনের পদত্যাগে এক দফা দাবি ঘোষণা করে বলছে, বাফুফের বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘ ষোল বছর দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল উন্নয়নে তার ভূমিকা সকলের কাছেই প্রশ্নবিদ্ধ। দেশের ফুটবলে তার উন্নয়নের ছাপ নেই। অন্যদিকে তার সভাপতি থাকাকালীন সময়ে ফিফার তদন্তে দোষী সাব্যস্ত হয়ে জরিমানার কবলে পড়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। যা দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

উল্লেখ্য যে, সরকার পরিবর্তন হলেও বাফুফেতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফিফার অনিয়ম অনুযায়ী, ফেডারেশনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে তাদের সদস্য পদ স্থগিত করা হয়। এমনটা হয়েছে অনেকে দেশেই।

ক্রিকেট

বিপিএলে প্লে-অফ নিশ্চিত করলো চারটি দল

বিপিএলে প্লে-অফ নিশ্চিত করলো চারটি দল

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার ফলাফলে প্লে-অফের জন্য ...

ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনায় এসেছে, ...

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

ফুটবলে নতুন ইতিহাস তৈরি করল হ্যারি কেইন

ফুটবলে নতুন ইতিহাস তৈরি করল হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইন আবারও তার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের কেন্দ্রবিন্দু হয়ে উঠেন। ভিনসেন্ট কোমপানির ...



রে