| ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

২৪ ঘণ্টার নতুন আল্টিমেটাম দিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম

২০২৪ আগস্ট ১১ ২১:২৮:৩২
২৪ ঘণ্টার নতুন আল্টিমেটাম দিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম

কোটা সংস্কার আন্দোলনের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধের সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ জন্য তিনি ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে এই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম দিন অফিস করেন। রোববার সকাল ১০টায় সচিবালয়ে অবস্থিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়টি উঠে আসে। এসময় তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করা মানবাধিকার লঙ্ঘন। আন্দোলনে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়। তারপর টানা পাঁচ দিন পরে, ২৩ জুলাই, সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয় এবং ১০ দিন পরে, ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়।

এরপর গত ৪ আগস্ট সম্পূর্ণ অসহযোগিতায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সরকারি নির্দেশে মোবাইল অপারেটররা আবারও সারাদেশে ফোরজি নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়।

আজকের বৈঠকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, তা বের করতে হবে। মন্ত্রণালয় ও বিটিআরসির কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন, তা-ও খতিয়ে দেখতে হবে। তদন্ত করতে ২৪ ঘণ্টা সময় দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেক তথ্যই জানা সম্ভব হয়নি। কত মানুষের প্রাণহানি হয়েছে, তা জানা যায়নি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রক পরামর্শের পর অবিলম্বে ইন্টারনেট বন্ধের সাথে জড়িতদের খুঁজে বের করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (টেলিযোগাযোগ) একেএম আমিরুল ইসলামকে। কমিটি গঠনের পর সদস্যরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনে যান। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

কমিটির এক সদস্য গণমাধ্যমকে বলেন, তারা আগামীকালের মধ্যে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপদেষ্টার কাছে তুলে দেবেন। পরে বিস্তারিত প্রতিবেদন দেবেন।

বৈঠকে নাহিদ ইসলাম আরও বলেন, দেশে ইন্টারনেট প্যাকেজের দাম অনেক বেশি। তিনি ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, দেশের কোথাও মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক নেই। মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক করার নির্দেশও দেন তিনি।

বৈঠকে নাহিদ ইসলাম আরও বলেন, আমলাতন্ত্র থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত। আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে কাজ করতে আমলাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে নিরপেক্ষভাবে কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে, কর্মকর্তারা সেটি যেন কাজে লাগান। তিনি চান, কর্মকর্তারা যাতে এই সুযোগ কাজে লাগিয়ে কাঠামোগত সংস্কার করেন। যে সংস্কারের মধ্য দিয়ে দেশ দীর্ঘ মেয়াদে সুফল পাবে। নাহিদ ইসলাম আরও বলেন, এখন থেকে মন্ত্রণালয় চলবে মেধাভিত্তিক। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মতবিনিময় সভার শুরুতে মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমান উপদেষ্টাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে ফুল দিতে বলা হলে তারা গ্রহণ করেনি।

ক্রিকেট

IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ বাদ ধোনির চাওয়াতেই রেকর্ড মুল্যে আইপিএলে দল পেলেন সাকিব

২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আইপিএল নিলাম ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কাদের দল পেতে পারেন, ...

সকল জল্পনার অবসান : সাকিব বা মুস্তাফিজ নয় আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল চমকে যে দলে লিটন দাস

সকল জল্পনার অবসান : সাকিব বা মুস্তাফিজ নয় আইপিএল নিলামে ঝড় তুলে বিশাল চমকে যে দলে লিটন দাস

বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস আবারও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতে পারেন। ভারতের ...

ফুটবল

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

পয়েন্ট টেবিল প্রকাশ : ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে আরও যত পয়েন্ট দরকার ব্রাজিল-আর্জেন্টিনার

২০২৪ সালের আন্তর্জাতিক ফুটবল সূচির প্রায় শেষ প্রান্তে এসে নিজেদের বছরের শেষ ম্যাচ খেলেছে দক্ষিণ ...

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

পয়েন্ট টেবিলে অবনতি : বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের চেনা ছন্দে নেই ফুটবলের পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লাতিন আমেরিকা ...



রে