ব্যার্থ বিশ্বকাপ শেষে নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অবাক করা তথ্য দিলেন সাকিব

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। ফলে ধারণা করা হয়েছিল ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ ও সদ্য সমাপ্ত টি-টোয়েন্টির বিশ্ব আসরই তার শেষ। কিন্তু বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব। এবার নতুন করে নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সাবেক এই টাইগার অধিনায়ক কথা বলেছেন।
আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে দেশ ছাড়ছেন সাকিব। তার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সাকিব বলেন, ‘নিজের জন্য কোনো প্ল্যান নাই। এখন প্ল্যান হচ্ছে– দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা এমএলসি (যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট)। যেটার জন্য এখন যাচ্ছি। এরপরই আছে গ্লোবাল টি-টোয়েন্টি, যেটা কানাডাতে। দুটা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপর দেশের জন্য তো ইন্টারন্যাশনালে আছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত প্ল্যান এটুকুই।’
‘খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজেরও বোঝার দরকার আছে। এখন আসলে ওরকম সময় নেই যে তিন বছর বা চার বছর সময়ের প্ল্যান করার। আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাই বেটার। এর পরবর্তী প্ল্যানটা তার পরে। পাকিস্তান সিরিজ পর্যন্তই আপাতত প্ল্যান আছে’, আরও যোগ করেন সাকিব।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপপর্বের তিন ম্যাচ জিতে সুপার এইটে উঠেছিল। এরপর তাদের সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ আসলেও, আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মেলাতে ব্যর্থ শান্ত–সাকিবরা। টুর্নামেন্টটিতে দলের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘হয়তো অলআউট খেলতে পারিনি, যে ধরনের রেজাল্ট আমরা আশা করেছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল সেটা পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল (সুপার এইট) টার্গেটটা পূরণ হয়েছে, সেদিক থেকে সফল। যে একটা অবস্থাতে ছিলাম যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সে জায়গায় অবশ্য আমরা যেতে পারিনি, সে কারণে আমাদের জন্য একটু হতাশাজনক।
কেন পারেননি– এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সেটা তো বলা মুশকিল। আসলে আমি শিওর যারা আছে তারা ডিসাইড করবে কোচ, ক্যাপ্টেন, টিমের আরও যারা আছে ক্রিকেট অপারেশন্স, বোর্ড আরো যারা সবাই মিলে আলাপ-আলোচনা করবে। কোন সুবিধা-অসুবিধাগুলো ছিল, সেগুলো নিয়ে ভবিষ্যতে যাতে আর ল্যাকিংস না থাকে তা নিয়ে কাজ করবে।’
উল্লেখ্য, আগামী ৫ জুলাই থেকে আমেরিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এমএলসির দ্বিতীয় আসর শুরু হবে। যেখানে এবারও বলিউড বাদশা শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। প্রথম মৌসুমে লস অ্যাঞ্জেলস ছিল পয়েন্ট তালিকায় ৬ নম্বরে, সবার নিচে। আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির দল এমআই নিউইয়র্ক ও সিয়েটল ওরকাস মুখোমুখি হবে। গত আসরে চ্যাম্পিয়ন–রানার্স আপ হয়েছিল দল দুটি। পরবর্তীতে এমএলসি টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জুলাই।
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- এক খবরেই পাল্টে গেলো পেঁয়াজের দাম
- চরম দু:সংবাদ : ফেরত পাঠানো হল ৩১ প্রবাসী বাংলাদেশিকে
- স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী
- ১০ মিনিটের শক্তিশালী বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড যে উপজেলা
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- নাটকীয়ভাবে অবিশ্বাস্য সুখবর পেলো বাংলাদেশ
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- ইন্টারনেট সেবায় বিশাল মূল্যছাড়, কমলো ইন্টারনেটের দাম
- নাসুমকে চড় মারার চাঞ্চল্যকর অভিযোগের জবাবে মুখ খুললেন হাথুরু-সাথীরা
- সৌদিতে গিয়ে ৫ জনের করুণ পরিণতি
- বিদেশি ফল নয়, ঘরেই লুকিয়ে আছে সমাধান এই ৫ দেশি খাবারেই পাবেন পর্যাপ্ত ভিটামিন সি
- সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে: উত্তেজনা চলছেই
- আজ বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, দেশে টাকা পাঠানোর উত্তম সময়