| ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

“ফিল ফোডেনের” উপর চোখ পড়লো এবার রিয়াল মাদ্রিদের

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মে ১০ ১৫:২০:৫৬
“ফিল ফোডেনের” উপর চোখ পড়লো এবার রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ সবসময় লাতিন আমেরিকান ফুটবলা দের প্রতিভার বিশেষ নজর রাখে। এর বড় উদাহরণ হচ্ছে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগো গোয়েস-এনড্রিক।

ব্লাঙ্কোস শিবিরে আছেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদে ভালভার্দে।

এবার লাতিনের ১৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুনোয় চোখ পড়েছে রিয়াল মাদ্রিদের। বাঁ-পায়ের এই ফুটবলারকে ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের সঙ্গে তুলনা করে আর্জেন্টাইন ফোডেন নামে ডাকা হচ্ছে।

চলতি মৌসুমে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে অভিষেক হয়েছে তার। দেশটির লিগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েছে সে। বল নিয়ে তার অসাধারণ ড্রিবলিং, তার নিয়ন্ত্রণ, সামনে এগিয়ে যাওয়ার দক্ষতা নজর কেড়েছে অনেকের।

বুয়েন্স এইরেসের ৩০০ কিলোমিটার দূরে জন্ম নেওয়া মাস্তানতুনো শৈশবে ফুটবল ও টেনিস দুই-ই খেলত। মাত্র ১০ বছর বয়সে রিভার প্লেট তাকে ক্লাবে ভর্তি করার প্রস্তাব দেয়। কিন্তু বাবা-মায়ের টেনিস পছন্দ হওয়ায় সে প্রস্তাব নাকোচ করে দেয়। কিন্তু ২০১৯ সালে আর রিভার প্লেটকে না বলতে পারেনি এই তরুণ মিডফিল্ডার। ততদিনে ফুটবলে পূর্ণ প্রেম খুঁজে পেয়েছে মাস্তানতুনো।

কিন্তু করোনার কারণে তার ফুটবল শিক্ষা ও অগ্রগতি বিঘ্ন হয়। পরবর্তীতে আর্জেন্টিনায় ফুটবল ফিরলে একাডেমির পাশাপাশি দেশটির বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে খেলেছে সে। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৫’র পাশাপাশি ১৭ পর্যয়েও সবার চেয়ে বেশি গোল করে আলোচনায় আসে। গত বছরের আগস্টে সে রিভার প্লেটের সঙ্গে পেশাদার চুক্তি করে। তার রিলিজ ক্লজ ৪৫ মিলিয়ন ইউরো।

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে