| ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

দ্য মনস্টার ইজ ব্যাক ‘মনস্টার’ সিলভা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মে ০৮ ১১:৩০:৪১
দ্য মনস্টার ইজ ব্যাক ‘মনস্টার’ সিলভা

ইউরোপের পাট চুকিয়ে আবারও ব্রাজিলিয়ান ক্লাবে ফিরলেন দেশটির তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভা। নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে দুই বছরের চুক্তি ছিলো। চলতি বছরের ইউরোপীয় মৌসুম শেষ হলেই সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে সিলভার। এরপর ৩৯ বছর বয়সী এই তারকা জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে খেলা শুরু করবেন বলে জানা গিয়েছে। ফ্লুমিনেন্স ছাড়ার পর গত ১৬ বছরে এসি মিলান, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসির হয়ে খেলেছেন রক্ষণভাগের অন্যতম সেরা এই ফুটবলার। জাতীয় দলের সতীর্থ মার্সেলোও সিলভার নতুন ওই ক্লাবে আছেন।

এছাড়া ব্রাজিলের ঘরোয়া লিগে ম্যানুয়েল, অ্যান্তনিও কার্লোস, ফিলিপ মেলো, থিয়েগো সান্তোস ও ফিলিপ আন্দ্রাদের সঙ্গে খেলবেন তিনি। সিলভার নতুন করে ক্লাবে ফেরার প্রথম সংবাদ ফ্লুমিনেন্স দিয়েছে এভাবে, ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম।’ হ্যাশট্যাগ দিয়ে তারা এরপর সিলভাকে নিয়ে দেওয়া প্রতিটি পোস্টে লিখছে ‘দ্য মনস্টার ইজ ব্যাক।’

আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যস্ত সূচি রয়েছে আন্তর্জাতিক ফুটবলে। এরই মাঝে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসবে। ফলে ততদিন পর্যন্ত মাঠে নামার অপেক্ষায় থাকতে হবে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা সিলভাকে। এরপরই ব্রাজিলিয়ান লিগ ও লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লিবার্তাদোরেসের মতো টুর্নামেন্টে তিনি ফ্লুমিনেন্সের জার্সি গায়ে জড়াতে পারবেন। তার দল বর্তমানে দেশটির লিগ ব্রাজিলেইরোতে রাউন্ড এইটিন এবং লিবার্তাদোরেসে রাউন্ড সিক্সটিনে রয়েছে

সিলভার ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার বিষয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। চেলসির হয়ে কিছুদিন আগে শেষ ম্যাচ খেলার পর থেকে সেটি আরও জোরালো হয়ে ওঠে। মেন ইন ব্লুদের হয়ে তিনি সর্বশেষ ২০২১ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন।

ইউরোপীয় সংবাদমাধ্যমে দেওয়া তথ্যমতে, সিলভাকে দলে ভেড়ানোর দৌড়ে ফ্লুমিনেন্সের সঙ্গে এমএলএস (আমেরিকান মেজর লিগ সকার) ও সৌদি আরবের ক্লাবও লড়াইও নেমেছিল। তাদের টপকে ব্রাজিলের রিও শহরের ক্লাবটিই চুক্তি সই করিয়েছে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে। সেলেসাও তারকা ইউরোপীয় ক্লাবের হয়ে ১৪ বছরে সবমিলিয়ে ৩০টি শিরোপা জিতেছেন।

ক্রিকেট

IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR

IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR

যে খেলোয়াড়কে দশটি ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়নি, সেই শারদুল ঠাকুর এবার কেকেআর-এ ফিরে আসছেন। এন্ড্রিস নোকিয়া ...

কেবল তো শুরু এখনও অনেক কিছু বাকি : অস্ট্রেলিয়া কোচ

কেবল তো শুরু এখনও অনেক কিছু বাকি : অস্ট্রেলিয়া কোচ

অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, গলে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক ইনিংস এবং ২৪২ রানের জয়ে বেশ ...

ফুটবল

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

সালাহ’র অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের দুর্দান্ত জয়

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ শিরোপার দিকে যাত্রা অব্যাহত রেখেছে, ২-০ ব্যবধানে বর্নমাউথকে পরাজিত করে। এই ...

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচের সময়

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ...



রে