বাবা-মা বিক্রি করেন চা, মেয়ে হলেন দেশসেরা ফুটবলার
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহ ছিল সাগরিকা। শুরুতে বঙ্গমাতা ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা শুরু করেন। তখন রাঙ্গাটুঙ্গি স্টেডিয়ামে ফুটবলের প্রেমে পড়েন সাগরিকা। কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা ক্রমশ একঘেয়ে হয়ে যায়। গ্রামের মানুষের অপমান তাকে শুষে নিতে হয়। মেয়েরা ফুটবল খেলে দেখে গ্রামের মানুষের নানা কটুক্তি হজম করতে হয়েছে তাকে এবং নানা প্রতিবন্ধকতা ও প্রতিবেশীদের সমালোচনা কটুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে গেছেন সাগরিকা। এ ফুটবলের যাদুতে চমক দেখিয়ে সফলতার মুখ দেখেছেন সাগরিকা৷
সাগরিকা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামের লিটন আলী ও আঙ্গোয়ারা বেগমের মেয়ে। উপজেলার প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠেছেন তিনি। ফুটবল খেলা শুরু করার পর গ্রামের অনেকেই তাকে নানাভাবে ঠাট্টা-বিদ্রূপ করত। সাগরিকার বাবা তাদের কথায় ক্লান্ত হয়ে মাঠে যেতে নিষেধ করেন এবং ঘরে তালাবদ্ধ করে রাখেন। এসব উপেক্ষা করে মাঠে যেতেন সাগরিকা। একপর্যায়ে রাঙাটঙ্গী ফুটবল দলের ম্যানেজার তাজুল ইসলামের অনুরোধকে গুরুত্ব দিতে হয় সাগরিকার বাবা-মাকে। ফুটবল অনুশীলনে গিয়েছিলেন সাগরিকা।
ফিফা অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওই ম্যাচে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে সাগরিকার গোলে সমতায় ফেরে। তখন থেকেই সাগরিকা বিখ্যাত হয়ে ওঠেন। যারা একসময় উপহাস করত তারাই এখন উপহার দিচ্ছে। এখন এই সাগর পুরো গ্রামের গর্ব। ফুটবল খেলার জেদের কারণে দীর্ঘ একমাস ধরে মেয়ের সঙ্গে কথা না বলা বাবার মুখ উজ্জ্বল করলেন কন্যা সাগরিকা।
রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামে অন্যের জমিতে বসবাস করেন সাগরিকা। ওই উপজেলার বলিদ্বারা এলাকায় চায়ের দোকান চালিয়ে সংসার চালান তার বাবা লিটন আলী। তার দুই সন্তানের মধ্যে সাগরিকাই ছোট। আর ছেলে মোহাম্মদ সাগর একটি ইটের ভাটায় কাজ করেন। অভাবের সংসারে মেয়ের সফলতায় হাসি ফুটেছে তাদের। সেই সঙ্গে গ্রামবাসীর গর্ব হয়ে উঠেছেন সাগরিকা। প্রতিনিয়ত তার বাসায় ছুটে আসছেন অনেকেই। তবে নিজের কোনো জমি বা বাসা না থাকায় আনন্দের মধ্যেও যেন রয়েছেন কিছুটা কষ্ট। অন্যের জমিতে তোলা ছোট্ট সেই খুপরির ঘরে কীভাবে বসতে দেবেন অন্যদের তাই সাগরিকার বন্ধুদের বাড়ি আনার আবদারে সায় মিলছে না তাঁর মায়ের।
সাগরিকার সফলতা দেখে মুগ্ধ খুশি গ্রামবাসী। তার ভবিষ্যতে এগিয়ে যাওয়ার চিন্তা করে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহবান স্থানীয়দের।
সাগরিকার মা আনজুয়ারা বেগম বলেন,মেয়েকে বিয়ে দিতে পারবো না। কেন ও মেয়েকে ছোট জামা-কাপড়ে পড়ে খেলতে দিতে হবে। লাজ-লজ্জা সব উঠে গেল৷ এরকম নানা ধরনের কথা শোনতে হয়েছে। মেয়েকে বাধা দেওয়ার পরও সে বাদ দেয়নি৷ এখন মেয়ে আমার দেশ-বিদেশে খেলে সফলতা আর সুনামে বয়ে এনেছে। আমাদের গ্রামের এখন সবাই গর্ব করে তাকে নিয়ে। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সে যাতে আরো ভালো খেলতে পারে দেশের নাম উজ্জ্বল করতে পারে।
আবেগ প্রবণ হয়ে ফুটবলার সাগরিকা বলেন, শুরুতে অনেক মানুষের নানা ধরনের কটু কথা শোনতে হয়েছে। ফুটবলের কারণে এক মাস ধরে বাবা আমার সঙ্গে কথা বলেননি৷ সব ভুলে এখন তাদের আদরের হতে পেরেছি৷ বাকীটা সময় নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে দেশের সুনাম বয়ে আনতে চায়। পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমার পরিবারের পাশে তারা দাঁড়ান৷
রাঙ্গাটুঙ্গি মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলাম বলেন, যারা এ মাঠে খেলেন তারা সবাই একদম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা৷ কেউ দিনমজুরি, কেউ চায়ের দোকান কেউবা ভ্যান চালিয়ে পরিবার পরিচালনা করেন৷ সাগরিকার বাবা-মা চায়ের দোকান করে থাকেন৷ নিজের কোনো বসতভিটা নেই। সরকারি জায়গায় তারা থাকেন৷ আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনকে বিনীতভাবে আহবান করছি৷
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, রাঙ্গাটুঙ্গি মাঠ থেকে জাতীয় পর্যায়ে অনেক নারী ফুটবলার খেলছে। তার মধ্যে সাগরিকা চমক দেখিয়েছে। আমরদ তার পারিবারিক বিষয়ে অবগত হয়েছি। দ্রুত সময়ের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে৷
- IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR
- বিপিএলে পয়েন্ট টেবিলের ব্যাপক পরিবর্তন
- শরীরের এই লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল
- নতুন মহাপরিচালকের নাম ঘোষণা
- বিপিএলে ফিক্সিংয়ে নতুন মোড় : ৮টি ম্যাচে 'ফিক্সিং' ও ১৩ ক্রিকেটারকে নিয়ে সন্দেহ
- আজকের সৌদি রিয়াল রেটের বিনিময় হার
- BPL 2024 : লিগ পর্ব শেষে সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের নাম ঘোষণা
- বাংলাদেশী ক্রিকেটারকে নিয়ে ছড়ানো হলো ভিত্তিহীন খবর
- প্রশ্ন উঠেছে মুশফিকের খেলা নিয়ে
- বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আজ মধ্যরাত থেকে বন্ধ থাকবে গণপরিবহন
- কেবল তো শুরু এখনও অনেক কিছু বাকি : অস্ট্রেলিয়া কোচ
- প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস