রেফারির পক্ষপাতের সরাসরি অভিযোগ! হতে যাচ্ছে কঠিন শাস্তি
ইরাক ও ইরানের মধ্যে সংঘর্ষের বিষয়টি নতুন নয়। ভূ-রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। এবার এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ দেখা গেল ফুটবল মাঠে। এশিয়ান ফুটবল কাপে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে ইরানের রেফারি আলি রেজা ফাঘানির বিরুদ্ধে। তার পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণে জর্ডানের কাছে ইরাকের নাটকীয় ক্ষতি হয়েছিল।
রেফারি আলী রেজা ফাঘনি এশিয়ান কাপের ১৬ রাউন্ডে ইরাকের বিরুদ্ধে জর্ডানের ৩-২ জয়ের বিষয়ে আলোচনা করেছেন। ইরাকি স্ট্রাইকার আয়মান হুসেনকে বিশেষভাবে গোল উদযাপনের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখান তিনি। এশিয়ান কাপে ইরাকের হয়ে ৪ ম্যাচে ৬ গোল করেছেন আয়মান। বলাই বাহুল্য ইরাকের পরাজয়ে তার লাল কার্ড বড় ভূমিকা রেখেছিল।
রাউন্ড অফ ১৬ ম্যাচের প্রথমার্ধে স্টপেজ টাইমে এগিয়ে যায় জর্ডান। এ সময় মাঠে বসে ঘাস খেয়ে উদযাপন করেন জর্ডানের খেলোয়াড়রা। গণমাধ্যমের খবর অনুযায়ী, জর্ডানের খেলোয়াড়রা তাদের জাতীয় খাবার "মানসাফ" খেয়ে গোলটি উদযাপন করেছেন।
ঘটনার সূত্রপাত এখান থেকেই। বিরতির পর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় ইরাক। ৭৬ মিনিটে করা গোলটি আয়মানের। গোল করার পর মাঠে টাচলাইনের কাছাকাছি বসে ঘাস খাওয়ার ভঙ্গি করেন। ঠিক যেমনটা জর্ডানের খেলোয়াড়েরা করেছিলেন প্রথমার্ধে যোগ করা সময়ে।
গোল উদযাপন করার পর উঠে দাঁড়িয়ে আয়মান নিজেদের অর্ধে ফিরে যাচ্ছিলেন। কিন্তু রেফারি আলিরেজা ফাগহানি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। ১০ জনে পরিণত হওয়া ইরাককে শেষদিকে চেপে ধরে জর্ডান। শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে ২ গোল করে জয় তুলে নেয় জর্ডান। শেষ বাঁশি বাজার পর জর্ডান দল আবারও মাঠে ঘাস খাওয়ার ভঙ্গিতে জয় উদযাপন করেছে।
তবে দুইবারই জর্ডানের এমন আচরণে নির্বিকার ছিলেন ম্যাচের ইরানি রেফারি আলিরেজা ফাগহানি। বিপরীতে একই উদযাপনের জন্য লালকার্ড দেখতে হলো ইরাকের গুরুত্বপূর্ণ তারকা আয়মান হুসেইনকে।
ইরাক কোচ জেসাস কাসাস শেষপর্যন্ত রেফারির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। কাসাস বলেন, ‘লাল কার্ডটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যেকোনো বড় টুর্নামেন্টেই খেলোয়াড়েরা গোল উদযাপন করে। রেফারি এ জন্য লাল কার্ড দেখাতে পারেন না। জর্ডানও একইভাবে উদ্যাপন করেছে কিন্তু তাদের কোনো কার্ড দেখানো হয়নি।’
ইরানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রেফারি আলিরেজা ফাগহানি ২০০৮ সাল থেকে তিনি ফিফার তালিকাভুক্ত আন্তর্জাতিক রেফারি। এএফসি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, এএফসি এশিয়ান কাপ ফাইনাল, ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল, ২০১৬ অলিম্পিক ফুটবল ফাইনাল, ফিফা কনফেডারেশনস কাপ ছাড়াও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন ফাগহানি।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আজকের সৌদি রিয়াল রেটের বিনিময় হার
- নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার
- ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
- মাত্র ৩৭ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR
- শরীরের এই লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে
- গোপালগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
- বিপিএলে পয়েন্ট টেবিলের ব্যাপক পরিবর্তন
- আ:লীগকে নিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম