হঠাৎ ম্যাচের টিকিট ৪০০ গুণ বৃদ্ধি পেলে!
ইউর্গেন ক্লপ সর্বোচ্চ ফর্মে অ্যানফিল্ডে নয় বছর কাটিয়েছেন। যখন ক্লাবটি সত্তর এবং আশির দশকের দাপুটে নিজেকে খুঁজে পেতে সংগ্রাম করছিল, তখন ক্লপই তাদের পথ দেখিয়েছিলেন। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন তিনি। ৩০ বছর পর, এই কোচের জন্য তারা লীগ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু, ক্লপ বলেছেন, আর নয়। এবার লিভারপুলকে বিদায় জানালেন তিনি।
ক্লপের বিদায় সহজে মেনে নিতে প্রস্তুত নয় লিভারপুল ভক্তরা। কিন্তু ক্লপ বলেছেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।লিভারপুলে দম হারিয়ে ফেলেছেন তিনি। চলতি মৌসুমের পর দল ছাড়তে হবে তাকে। কিন্তু তার পর ভক্তদের আর কিছু বলার ছিল না। এই মুহুর্তে, তারা গণনা করছে কখন ক্লপ চলে যাবে।
ইউর্গেন ক্লপ এই মৌসুমের পরেই চলে যাবেন। অ্যানফিল্ডে তার শেষ ম্যাচ ওলভারহ্যাম্পটন হ্যাম্পশায়ারের বিপক্ষে। সেদিনই বিদায় জানানো হবে কিংবদন্তি বনে যাওয়া এই জার্মান কোচকে। সেই ম্যাচ মাঠে গড়াবে মে মাসের ১৯ তারিখ। কিন্তু ক্লপের বিদায়ী সেই ম্যাচের জন্য এখন থেকেই চলছে তুমুল দরদাম। যা দেখে চোখ কপালে উঠতে পারে যে কারোরই।
ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, এখন পর্যন্ত যা অবস্থা, তাতে রেকর্ড দামেই ক্লপের শেষ ম্যাচের টিকিট কিনছেন ভক্তরা। এমনি ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকেটের। গায়ের মুল্যে ৬০ পাউন্ড লেখা থাকলেও কিছু কিছু টিকিট কিনতে প্রায় সাড়ে ২৪ হাজার পাউন্ড খরচ করতে হচ্ছে সমর্থকদের। যার অর্থ, একটি টিকিট কিনতে ৪০৮ গুণ বেশি দাম দিতে হচ্ছে।
তবে এগুলো লিভারপুলের বিখ্যাত কপ এন্ডের পেছনে থাকা প্রাইম সিটের টিকিটের দাম। এখানেই অবশ্য শেষ না। একেবারেই সস্তা টিকিটও বিক্রি হচ্ছে ২ হাজার পাউন্ডে। দামের পার্থক্য কত বেশি তার উদাহরণ দিতে গিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ২০১৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী ম্যাচে টিকিটের দাম ছিল মোটে ৩ হাজার পাউন্ড।
২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের প্রধান কোচের দায়িত্ব নেন ক্লপ। এরপর জার্মান এই মাস্টারমাইন্ড অসংখ্য সাফল্য এনে দিয়েছেন অ্যানফিল্ডের দলটিকে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপসহ এমন কোনো শিরোপা বাকি নেই— যা ক্লপের হাতে ধরা দেয়নি। তবে সেসব অতীতের সুখস্মৃতি রেখে এখনই থামতে চান তিনি।
- গ্রেফতার হলেন আরও ২৯ নেতাকর্মী
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে দারুন সুখবর
- শিক্ষকদের জন্য প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
- মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, জলকামান প্রস্তুত
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন সচিব
- আজকের সৌদি রিয়াল রেটের বিনিময় হার
- নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার
- ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া
- মাত্র ৩৭ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট,দেখেনিন আজকের রেট কত
- IPL 2025 : আরও এক হার্ডহিটার ক্রিকেটারকে দলে নিচ্ছে KKR
- শরীরের এই লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে
- গোপালগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত
- বিপিএলে পয়েন্ট টেবিলের ব্যাপক পরিবর্তন
- আ:লীগকে নিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম