| ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শখের বাড়ি না ভেঙে আস্ত তুলে নিয়ে গেলেন কৃষক

২০২৪ জানুয়ারি ১৮ ১৪:৩৫:৩১
শখের বাড়ি না ভেঙে আস্ত তুলে নিয়ে গেলেন কৃষক

বাড়িটা ভেঙে ফেলা উচিত ছিল। কিন্তু তিনি আর নতুন বাড়ি বানাতে চাননি। তারপর একজন কৃষক তার পুরো বাড়িটি ৫০০ ফুট সরান। খুব যত্ন করে বাড়িটি বানিয়েছেন। তিনিও দুই হাতে কাটিয়েছেন। তিনি কোথাও কোনো ভুল করেননি। বাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে দেড় কোটি টাকা।

এমন শখ করে বানানো বাড়ি এসে পড়েছিল সরকারের কোপে। বাড়িটি যেখানে সেখান দিয়ে নতুন রাস্তা বার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই পথে যে কটি বাড়ি পড়ছে সবই ভাঙতে হবে। সেজন্য ক্ষতিপূরণও দিয়ে দেবে সরকার।

কিন্তু পঞ্জাবের সঙ্গরুরের রোশানওয়ালা গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং সুখি পেশায় কৃষক। তবে যথেষ্ট ধনী কৃষক। তিনি এই ক্ষতিপূরণ নিতে রাজি হননি। কিন্তু সরকারি নির্দেশ তো উপেক্ষা করা যায়নি।

তাঁর বাড়ি যেখানে তৈরি হয়েছে ঠিক সেখান দিয়েই চলে যাবে দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে। ফলে জায়গা তো ফাঁকা করে দিতেই হবে।

তাঁর স্বপ্নের বাড়িও ভাঙবে না আবার সরকারি নির্দেশও পালন করা হবে, ২ বজায় থাকে এমন একটা রাস্তা অবশেষে খুঁজে পেলেন সুখি। তিনি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজের আস্ত বাড়িটাই সরিয়ে নিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই বাড়ি সরানোর কাজ শুরু হয়েছে। সুখবিন্দর ৫০০ ফুট দূরে একটি জায়গায় তাঁর বাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য বাড়িটি ভিত থেকেই তুলে বিশেষ চাকাযুক্ত যন্ত্রের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তা গড়াতেও শুরু করেছে।

খুব ধীর গতিতে ওই যন্ত্র নতুন জায়গায় বাড়িটিকে প্রতিস্থাপিত করে দেবে। এতে রাস্তা তৈরিতেও সমস্যা থাকবে না। আবার সুখির স্বপ্নের বাড়িও যেমনকার তেমন থেকে যাবে।

ক্রিকেট

এইমাত্র পাওয়া : আইপিএলে মুস্তাফিজের সুযোগ, বাদ পড়লো রাবাদা

এইমাত্র পাওয়া : আইপিএলে মুস্তাফিজের সুযোগ, বাদ পড়লো রাবাদা

আইপিএলের ১৮তম আসরে গুজরাট টাইটান্সের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে কাগিসো রাবাদার হঠাৎ দলত্যাগ। ব্যক্তিগত ...

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা, সর্বোচ্চ বেতন ১০ লাখ কে পাচ্ছেন

আগামী একবছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ...



রে